চিকিৎসা সেবার মানবতার ফেরিওয়ালা, সাদা মনের মানুষ, গুনিজন সম্মাননা প্রাপ্তি ব্যাক্তি, ক্ষত্রিয় সমিতির সভাপতি, গরিব রোগীদের ভবগান, নাম মাত্র মূল্যে ৫৫ বছর ধরে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন, দিনাজপুর বাসীর কাছে পরিচিত মানুষ ডাঃ বসন্ত কুমার রায়ের ৮৪ জন্মবার্ষিকী পালন করেছে দিনাজপুর ক্ষত্রিয় সমিতির সদস্যরা। ১৩ মার্চ রবিবার কালিতলাস্থ ডাঃ বসন্ত কুমার রায়ের বাসভবনে ৮৪ তম জন্মবার্ষিকীতে ক্ষত্রিয় সমিতির সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় কুমার রায় বলেন, পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার সুন্দর দিঘী গ্রামে ডাঃ বসন্ত কুমার রায় জন্মগ্রহন করেন। গ্রামীন জীবনের মেঠো পথ ধরে শিক্ষা জীবন শেষ করে নিজেকে মানবতার কল্যানে উৎস্বর্গ করার ব্রত নিয়ে বিশেষ করে শিশু চিকিৎসায় নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেন। নামমাত্র মূল্যে অথবা বিনামূল্যে তিনি চিকিৎসা করে দিনাজপুর বাসীর কাছে পরিচিতি লাভ করেন এবং সাদা মনের মানুষ পদবীতে সম্মানীত হন। দুই টাকা ফি নিয়ে চিকিৎসা শুরু করলেও আজও তিনি মাত্র ৪০টাকায় চিকিৎসা ও বিনা মূল্যে রোগীদের সেবা করে যাচ্ছেন। দুই কন্যা ডাক্তার, এক কন্যা গ্রাজুয়েট গৃহিনী, দুই জামাই ডাক্তার ও ইঞ্জিনিয়ার, এক পুত্র সহকারী অধ্যাপক। সে দিক দিয়ে তিনি একজন সফল পিতা। অনুষ্ঠানে তার সহধর্মীনি কল্পনা রায় বলেন, জীবনে আমরা অনেক কষ্ট করেছি। তার পরও ইশ্বরের প্রতি বিশ্বাস রেখে মানবতার কল্যানে ডাঃ বসন্ত রায় ৫৫ বছর ধরে রোগীদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। ডাঃ বসন্ত কুমার রায় বলেন, আমার কাছে জাত-পাত কখনো ছিল না, আজও নেই, সবাইকে ঈশ্বরের শ্রেষ্ঠ জীব হিসেবে আমি সেবা দিয়ে আসছি। সরলতা, মানবতা ও ঈশ্বরের প্রতি বিশ্বাস এই তিনটি বিষয়কে সামনে রেখে ৫৫ বছর ধরে দিনাজপুরে চিকিৎসা সেবা দিয়ে আসছি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন তাঁর ভাই ডাঃ তরুন কুমার রায়, ক্ষত্রিয় সমিতির ভূপতি রঞ্জন রায়, উমা কান্ত বর্মণ, কংসনাথ অধিকারী, মাধব চন্দ্র রায়, এ্যাডঃ নিখিল চন্দ্র রায় ও ঘনশ্যাম রায়।