মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, জাতীয় মহিলা সংস্থা শেরপুরে তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধনের লক্ষে প্রশিক্ষণ প্রদান করছে শেরপুর জেলা জাতীয় মহিলা সংস্থা। তৃনমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পে জাতীয় মহিলা সংস্থা ও মহিলা বিষয়ক অফিসের সহায়তায় বিজনেস ম্যানেজমেন্ট এন্ড ই-কমার্স বিষয়ে ২৫০ জন নারীকে ৪০ দিনের প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ শেষে ২০০ জন নারীদের ১২ হাজার টাকা ও ৫০ জন নারীদের মাঝে ৬ হাজার করে মোট ৩০ লক্ষ টাকার চেক প্রদান করা হয়েছে। ট্রেডসমূহ হচ্ছে- ক্যাটারিং, ফ্যাশন ডিজাইনার, বিউটি ফিকেশন ও ইন্টেরিয়র ডিজাইনার। ১২ মার্চ শনিবার দুপুরে শেরপুর জেলা মহিলা সংস্থার খরমপুরস্থ কার্যালয়ে জাতীয় মহিলা সংস্থা শেরপুর জেলা শাখার চেয়ারম্যান নাছরিন বেগম ফাতেমার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তনিমা আফ্রাদ। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশের মহিলাদের আত্মকর্মী হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছেন। আপনারা প্রশিক্ষণ নিয়ে যে কোন কাজে এগিয়ে যাবেন। আমাদের সরকারের পক্ষ থেকে আপনাদের সার্বিক সহায়তা করা হবে। সভাপতি বক্তব্যে জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান নাসরিন বেগম ফাতেমা জানান, আমারা সাধ্যমতো চেষ্টা করছি আমাদের এ জেলার মেয়েদের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রদানসহ আর্থিক সহায়তার মাধ্যমে স্বাবলম্বী করে গড়ে তুলতে।বিশেষ অতিথির বক্তব্য রাখেন আইডিয়াল প্রিপ্রারেটরি এন্ড হাই স্কুলের অধ্যক্ষ মো. মাহবুবুর রহমান সুজা, ট্রেনিং অফিসার মরিয়ম সুলতানা। চেক হস্তান্তর কালে বিউটি ফিকেশন প্রশিক্ষক পারভেজ পাপড়ি, ক্যাটারিং প্রশিক্ষক তাহমিদা আক্তার, ইন্টেরিয়র ডিজাইনার প্রশিক্ষক মো. রফিকুল ইসলাম, বিজনেস ম্যানেজমেন্ট প্রশিক্ষক মো. রাসেল তালকুদার, ফ্যাশন ডিজাইনার প্রশিক্ষক তামান্না আক্তারসহ প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।