ফরিদপুরে যথাযোগ্য মর্যাদায় পল্লী কবি জসীমউদ্দীনের ৪৬ তম মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে ১৪ মার্চ সকাল ৮ টায় জেলা প্রশাসন, পুলিশ সুপার, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, আনসার ভিডিপি, প্রেসক্লাব ও আনসার উদ্দিন উচ্চ বিদ্যালয় এর পক্ষ থেকে শহরের গোবিন্দপুরে কবির কবরে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে জেলা প্রশাসন ও জসীম ফাউন্ডেশনের আয়োজনে কবির বাড়ীর আঙ্গীনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অতুল সরকার। আলোচনা সভায় শুরুতে কবি ও তার পরিবারের যারা ইন্তেকাল করেছেন তাদের আত্মার মাশফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জামাল পাশা, পল্লীকবি জসীমউদ্দীনের ছেলে ড. জামাল আনোয়ার, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নুরুল্লাহ মোঃ আহসান, বীর মুক্তিযোদ্ধা শেখ আবুল ফয়েজ শাহনেওয়াজ, সরকারি ইয়াসিন কলেজের অধ্যক্ষ প্রফেসর শীলা রাণী মন্ডল, সরকারি রাজেন্দ্র কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক রেজভী জামান প্রমুখ।