বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম ::
ব্যবসায়ীদের সরকারের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান অধ্যাপক ইউনূসের রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ প্রধান বিচারপতির দেশমাতৃকার বিরুদ্ধে দেশী-বিদেশী চক্রান্ত থেমে নেই: তারেক রহমান তুর্কি রাষ্ট্রদূতের সাথে জামায়াতের সৌজন্য সাক্ষাৎ চিন্ময় সমর্থক জঙ্গীদের হামলায় আইনজীবী সাইফুল ইসলাম নিহত অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ: চিন্ময় ইস্যুতে ভারতের উদ্যোগ শাপলা চত্বরে গণহত্যায় হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে অভিযোগ আমরা চাই না ছাত্র ভাইদের কঠোর হয়ে দমন করতে : স্বরাষ্ট্র উপদেষ্টা রাষ্ট্রদ্রোহের ঘটনায় যুক্ত থাকলে ছাড় দেয়া হবে না : আসিফ মাহমুদ মানুষ কেন তাদের ওপর বিক্ষুব্ধ, গণমাধ্যমের তা স্পষ্ট করা উচিত : নাহিদ ইসলাম

নমনীয়তা নেতা ও নেতৃত্বের সৌন্দর্য

মাইমুনা আক্তার:
  • আপডেট সময় সোমবার, ১৪ মার্চ, ২০২২

নেতৃত্ব মহান আল্লাহ প্রদত্ত নিয়ামত। মহান আল্লাহর বিধানমতো এই দায়িত্ব পালন করা গেলে, তা পরকালীন মুক্তির মাধ্যম হতে পারে। এর বিপরীতে তাতে মহান আল্লাহর বিধান অমান্য করা হয়, ক্ষমতার অপব্যবহার হয়, তাহলে তা মানুষের ইহকাল-পরকাল ধ্বংস করে দিতে পারে। তাই মুমিনের উচিত এ বিষয়ে সতর্ক থাকা। নেতৃত্বের সৌন্দর্য হলো, অনুসারীদের সঙ্গে নমনীয় আচরণ করা। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, ‘যেসব মুমিন তোমার আনুগত্য করে তাদের জন্য তুমি তোমার অনুকম্পার বাহু প্রসারিত করো। ’ (সুরা : আশশুআরা, আয়াত : ২১৫)
যেসব নেতা তাদের অনুসারীদের প্রতি সদয় হয়, মহানবী (সা.) তাদের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেছেন। আয়েশা (রা.) বলেন, আমি মহানবী (সা.)-কে আমার ঘরে বলতে শুনেছি, (তিনি বলেছিলেন) হে আল্লাহ, যে আমার উম্মতের ওপর কোনো ধরনের কর্তৃত্বভার লাভ করে এবং তাদের প্রতি রূঢ় আচরণ করে, তুমি তার প্রতি রূঢ় হও, আর যে আমার উম্মতের ওপর কোনো ধরনের কর্তৃত্ব লাভ করে তাদের প্রতি নম্র আচরণ করে তুমি তার প্রতি নম্র ও সদয় হও। ’ (মুসলিম, হাদিস : ৪৬১৬)
নেতা অনুসারীদের মতে পরস্পর সহানুভূতি থাকলে তাদের কাজে মহান আল্লাহর রহমত আসে। আল্লাহর সাহায্য আসে। ফলে নেতৃত্ব আরো দৃঢ় হয়, কল্যাণকর হয়। কিন্তু নিজেদের মধ্যে সহানুভূতি না থাকলে তা থেকে আল্লাহর রহমত উঠে যায়। যার প্রভাব তাদের কাজে কর্মেও পড়ে। আল-মিকদাম ইবনে শুরাইহ (রহ.) থেকে তার পিতা সূত্রে বর্ণিত, তিনি বলেন, আমি আয়েশা (রা.)-কে ইবাদতের উদ্দেশে নির্জনবাস সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেন, রাসুল (সা.) নির্জনবাসের জন্য এ টিলাভূমিতে যেতেন। তিনি একবার নির্জনবাসে যাওয়ার ইচ্ছা করেন এবং আমার কাছে সদকার একটি আনাড়ি উট পাঠিয়ে দেন। তিনি বললেন, হে আয়েশা, সদয় হও। কেননা সহানুভূতি কোনো জিনিসের সৌন্দর্যই বৃদ্ধি করে। আর সহানুভূতি উঠে গেলে তা ত্রুটিযুক্ত হয়। ’ (আবু দাউদ, হাদিস : ২৪৭৮)
তাই কাউকে মহান আল্লাহ নেতৃত্বের নিয়ামত দান করলে তার উচিত এর মূল্যায়ন করা। অনুসারীদের সঙ্গে সদয় আচরণ করা। ইনশাআল্লাহ মহান আল্লাহ তার নেতৃত্বে কল্যাণ দান করবেন। আবুদ দারদা (রা.) থেকে বর্ণিত, মহানবী (সা.) বলেছেন; যে ব্যক্তিকে নমনীয়তার অংশ দেওয়া হয়েছে তাকে কল্যাণের অংশ দেওয়া হয়েছে। নমনীয়তার অংশ থেকে যে ব্যক্তিকে বঞ্চিত করা হয়েছে তাকে কল্যাণের অংশ হতে বঞ্চিত করা হয়েছে। ’ (তিরমিজি, হাদিস : ২০১৩)




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com