সোমবার, ২০ মে ২০২৪, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
সদরপুরে বাতাসে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন সোনালী আঁশ উপজেলা পরিষদ নির্বাচনে হাজী দিদার পাশার পক্ষে আলোচনা সভা পঞ্চগড়ের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশুতোষ বর্মণের বদলীর দাবীতে মানববন্ধন নগরকান্দায় ভূত আতংকে অসুস্থ হয়েছে শিক্ষার্থীরা ডিমলায় ১০০ পরিবারের মাঝে ঢেউটিন ও অর্থ বিতরণ ভয় পাবার কোন কারণ নাই, আমাদের একজন শেখ হাসিনা আছেন টুঙ্গিপাড়া জাতির পিতার সমাধিতে যুব লীগের চেয়ারম্যানের শ্রদ্ধা নিবেদন টিয়া পাখির মতো আপনাদের কাছে প্রিয় হয়ে থাকতে চাই-সাংবাদিক বাবু পলাশবাড়ী উপজেলা দলিল লেখক সমিতির ত্রি বার্ষিক নির্বাচন কুয়াকাটায় মধ্যরাত থেকে শুরু মাছ ধরার উপর ৬৫ দিনের নিষেধাজ্ঞা

নাব্যতা সঙ্কটে ফেরি চলাচলে অসুবিধা, দৌলতদিয়া প্রান্তে তীব্র যানজট

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ১৪ মার্চ, ২০২২

রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে নাব্যতা সঙ্কট তৈরি হয়েছে। এতে বাধাগ্রস্ত হচ্ছে স্বাভাবিক ফেরি চলাচল। প্রয়োজনের তুলনায় পর্যাপ্ত গাড়ি পারাপারে ব্যর্থ হচ্ছে ফেরিগুলো। তাই নদীর উভয় পাশেই সৃষ্টি হয়েছে তীব্র যানজট। গতকাল সোমবার সকাল থেকেই ঢাকামুখী যানবাহনের চাপ বেড়েছে দৌলতদিয়া প্রান্তে। ঘাট থেকে গোয়ালন্দ মোড় পর্যন্ত প্রায় দীর্ঘ ছয় কিলোমিটার লম্বা লাইনে দাঁড়িয়ে আছে শত শত যানবাহন। তাই প্রচ- এই গরমে ঘণ্টার পর ঘণ্টা ফেরির অপেক্ষায় বসে থেকে চরম ভোগান্তিতে পড়েছেন ঢাকামুখী যাত্রী ও যানবাহনের চালকেরা। বেশি কষ্ট সহ্য করতে হচ্ছে বয়স্ক ও শিশুদের।
সরেজমিনে সোমবার বেলা ১টার দিকে ঘাট এলাকা ঘুরে দেখা গেছে, ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে গোয়ালন্দ মোড় পর্যন্ত ছয় কিলোমিটারের দীর্ঘ গাড়ির লাইন। সিরিয়ালে বসে থেকে ফেরিতে ওঠার জন্য অপেক্ষার প্রহর গুনছে যাত্রী ও চালকেরা। তবে ঘাট কর্তৃপক্ষ অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী বাস ও পচনশীল পণ্য বোঝাই ট্রাককে আগে পারাপারের সুযোগ দিচ্ছে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক শিহাব উদ্দিন জানান, প্রয়োজনীয় ফেরি থাকলেও নাব্যতা সঙ্কটে ২-৩ কিলোমিটার ভাটিতে ঘুরে পাটুরিয়া যেতে সময় লাগছে আগের চেয়ে দ্বিগুণ, পানি কমে ফেরির পন্টুন নিচে নেমে যাওয়ায় সব ঘাটে বড় বড় ফেরি
ভীড়তে পানছে না। ফলে ফেরির টিপ কমে যাওয়ায় ঘাটে গাড়ির দীর্ঘ সিরিয়াল পড়ছে প্রতিদিনই। এছাড়াও মাওয়া ঘাটের গাড়ি এখান দিয়ে পারাপারের জন্য আসায় গত প্রায় একমাস যাবত লাগাতার যানজট চলছে। কুষ্টিয়া থেকে ঢাকাগামী অপেক্ষমান ট্রাকচালক মো: হাতেম আলী বলেন, সোমবার ভোর ৬টায় দৌলতদিয়া ঘাটে এসেছি। এখন বেলা পৌনে ১২টা। ফেরির সিরিয়াল পাইনি। সময় মতো ঢাকা পৌঁছাতে না পারলে মহাজন ক্ষতিগ্রস্ত হবে। কাগজের কাটুন বোঝাই বরিশালগামী ট্রাকচালক হেলাল মাহমুদ বলেন, রোববার রাত ১২টার দিকে রাজবাড়ীর গোয়ালন্দে সিরিয়ালে আটকে ছিলাম। সোমবার ১১টার দিকে ফেরিতে ওঠার সিরিয়াল পেয়েছি। রাতে অনেক কষ্ট পোহাতে হয়েছে।
এসবি পরিবহনের যাত্রী মো: শহিদুল ইসলাম বলেন, বড় ছেলে ঢাকার মিরপুরে লেখাপড়া করে। তাকে দেখতে পরিবারসহ ঢাকায় যাচ্ছি। সকাল সাড়ে ৮টায় ঘাটে এসে পৌঁছেছি। এখন ১১টা বাজে ফেরিতে উঠলাম। দৌলতদিয়া ঘাটে এলেই সিরিয়ালে আটকে বসে
থাকতে হয়। প্রচ- গরমে ঘণ্টার পর ঘণ্টা বসে থেকে চরম কষ্ট হয়। ঢাকায় চিকিৎসার জন্য যাচ্ছেন মাদারীপুরের শাবানা বেগম। তিনি বলেন, আমি বাসে করে ঢাকায় যাচ্ছি। দৌলতদিয়া ঘাটে এসে বাস দাঁড়িয়ে আছে দেড় ঘণ্টার বেশি। বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) মো: শিহাব উদ্দিন জানান, বর্তমানে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ১৯টি ফেরি যানবাহন ও যাত্রী পারাপারে চলাচল করছে। অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী বাস ও পচনশীল পণ্য বোঝাই ট্রাক পার করা হচ্ছে। যানবাহনের সিরিয়াল সময়ের সাথে সাথে কমবে বলে আশা করছি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com