শ্যামল বাংলা গ্রীন সবুজ প্রকল্প, ল্যাম্ব হাসপাতাল এর বার্ষিক সাধারণ সভা গত মঙ্গলবার বেলা ১১টায় পার্বতীপুরের স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হয়েছে। শ্যামল বাংলা ওয়ার্কিং গ্রুপ পার্বতীপুর পৌরসভার কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পৌর মেয়র আলহাজ্ব এজেডএম মেনহাজুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্যামল বাংলা গ্রীন (সবুজ) প্রকল্প, ল্যাম্ব হাসপাতাল, এর পার্বতীপুর প্রজেক্ট ম্যানেজার স্টুয়ার্ট শুভেন্দু খান, পৌর প্যানেল মেয়র মঞ্জুরুল আজিজ পলাশ, শ্যামল বাংলা ওয়ার্কিং গ্রুপ পার্বতীপুর পৌরসভার কমিটির সাধারণ সম্পাদক শফিউল আলম তুষার প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, ২নং ওয়ার্ড কাউন্সিলর কৈলাশ প্রসাদ, ৩নং ওয়ার্ড কাউন্সিলর রোস্তম আলী, ৫নং ওয়ার্ড কাউন্সিলর ও পার্বতীপুর পৌরসভার প্যানেল মেয়র-২ জাহাঙ্গীর আলম, ২নং ওয়ার্ড কাউন্সিলর কৈলাস প্রসাদ সোনার, ৯নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কালাম আজাদ, সংরক্ষিত মহিলা সদস্য মালেকা জালাল ও শিউলি বেগম। এদিকে, পৌরসভার ৯টি ওয়ার্ডের শ্যামল বাংলা ওয়ার্কিং গ্রুপ পার্বতীপুর পৌরসভার কমিটির সদস্যগণ তাদের বাৎসরিক কার্যক্রম ও ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরেন স্ব-স্ব ওয়ার্ডের কমিটির কর্মীরা। পৌরসভাকে পরিস্কার পরিছন্ন রাখতে শ্যামল বাংলা ওয়ার্কিং গ্রুপ পার্বতীপুর পৌরসভার কমিটির সদস্যগণ গান, কবিতা ও ছোট ছোট নাটিকার মাধ্যমে বর্তমান ও ভবিষ্যতের অবস্থা তুলে ধরেন। পরে পার্বতীপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের শ্যামল বাংলা ওয়ার্কিং গ্রুপ কমিটিকে ১ম, ৫নং ওয়ার্ডকে ২য় ও ৬নং ওয়ার্ডকে ৩য় করে পুরস্কার বিতরণ করেন ৫নং ওয়ার্ড কাউন্সিলর ও পার্বতীপুর পৌরসভার প্যানেল মেয়র-২ জাহাঙ্গীর আলম। এসময় উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ড কাউন্সিলর কৈলাস প্রসাদ সোনার, ৯নং ওয়ার্ডের কাউন্সিলর আবুল কালাম আজাদ, সংরক্ষিত মহিলা সদস্য মালেকা জালাল ও শিউলি বেগম। এছাড়াও শ্যামল বাংলা ওয়ার্কিং গ্রুপ পার্বতীপুর পৌরসভার কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন শ্যামল বাংলা গ্রীন (সবুজ) প্রকল্পের কো-অর্ডিনেটর আব্দুস সাত্তার।