জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ১০২তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস-২০২২ উপলক্ষে দেশের শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যরা ও মুক্তিযোদ্ধাদের সংগঠন শেখপুরা মুক্তিযোদ্ধা পরিবার কল্যান সমিতির আয়োজনে এবং ইসলামিক ব্যাংক কমিউনিটি হাসপাতাল দিনাজপুর লিমিটেড এর আয়োজনে সারা দিন ব্যাপী ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত হয়।
শেখপুরা মুক্তিযোদ্ধা পরিবার কল্যান সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধার সন্তান মোঃ ফরিদ হোসেন এর সভাপতিত্বে ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইসলামিক ব্যাংক কমিউনিটি হাসপাতাল দিনাজপুর লিমিটেড এর মার্কেটিং ইনচার্জ মোঃ আব্দুল্লাহ্ হিলবারী। স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মোঃ বেলাল হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন সহ-সভাপতি মোঃ আক্তার হোসেন, সাবেক সভাপতি আব্দুল মান্নান প্রচার সম্পাদক মোঃ দবিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রফিক, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম। ব্লাড গ্রুপিং ক্যাম্পে সহযোগিতা করেন ল্যাব টেকনোলিস্ট রশিদা খাতুন মোঃ খাদেমুল ইসলাম, মার্কেটিং অফিসার রাশেদা খাতুন। ল্যাব এ্যাটেনডেন্স সুমি। ব্লাড গ্রুপ ক্যাম্পের উদ্বোধন করতে গিয়ে সমিতির সভাপতি মোঃ ফরিদ হোসেন বলেন, প্রতিটি মানুষের রক্তের গ্রুপ জানা দরকার। যে কোনো বিপদে-আপদে অসুস্থ কারো জীবন বাঁচাতে রক্তের গ্রুপ জানা থাকলে তাৎক্ষনিক তাঁর জীবন বাঁচানো সম্ভব। মনে রাখবেন, আপনার এক ব্যাগ রক্ত কারো জীবন বাঁচাতে পারে।