দঃ আফ্রিকাকে তাদের মাঠেই সেঞ্চুরিয়ান পার্কে বাংলাদেশের টাইগাররা তিন ম্যাচ ওয়াডে সিরিজের ২-১ ব্যাবধানে পরাজিত করে সিরিজ জয় করেছে। এর আগে প্রথম ম্যাচে টাইগাররা ৩৮ রানে আফ্রিকাকে পরাজিত করে এরপর দ্বিতীয় ম্যাচে আফ্রিকা ৭ উইকেটে বাংলাদেশকে পরাজিত করে সিরিজে সমতায় আসে। অঘোষিত ফাইনালে বুধবার সেঞ্চুরিয়ান পার্কে আফ্রিকা টসে জয়লাভ করে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। এবং প্রথমে ব্যাট করে তাসকিনের সাইক্লোন গতির কাছে নমনীয় ভাবে খেলে সব কয়টি উইকেট হারিয়ে মাত্র ১৫৪ রান করতে সক্ষম হয়। তাসকিন নয় ওভার বল করে মাত্র ৩৫ রান খরচ করে তুলে নেন মূল্যবান ৫ উইকেট। আগের দু ম্যাচেও অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করায় তিনি বনে যান ম্যান অফদ্যা ম্যাচ ও ম্যান অফদ্যা সিরিজে। এছাড়া দঃ আফ্রিকাকে সকল ধরনের ক্রিকেটের ইতিহাসে বাংলাদেশ প্রথমবারের মতো ৯ উইকেটে পরাজিত করার গৌরব অর্জন করে বাংলাদেশ। বিশ্ব ক্রিকেট এখন সমীহ করতে শুরু করেছে টাইগারদের। আফ্রিকার ইনিংসে মালান করেন সব্বোচ্চ ৩৯ রান, দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান করে মহারাজ আর প্রিটোরিয়াস করে ২০ রান। দলীয় ৪৬ রানে প্রথম উইকেটের পতন ঘটে। এর পর নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকলে ৩৭ ওভারেই সব কয়টি উইকেট হারিয়ে ১৫৪ রানেই থেমে যায় তাদের রানে চাকা। তাসকিন পায় ৫ উইকেট ও সাকিব নেয় দুই উইকেট। বাংলাদেশ ১৫৫ রানের টার্গেটে ব্যাট করতে নামে বাংলার টাইগার তামিম ইকবাল ও লিটন কুমার দাস। ইতিহাস সৃস্টির লক্ষে নিরবিচ্ছিন্ন ভাবে ব্যাট করতে থাকেন দুজনে। লিটন দাস দলীয় ১২৭ রানের মাথায় ব্যক্তিগত ৪৮ রান করে মহারাজের বলে আউট হয়। করে যান কাজের কাজটি তামিম ও লিটন দুজনে ওপেনিং জুটিতে ১২৭ রানের একটি ঝলমলে ইনিংস উপহার দেন দেশের জন্য। গড়েন রেকর্ড ১২৭ রানের ওপেনিং জুটি। আফ্রিকার বিরুদ্ধে ও সর্বোচ্চ পার্টনারশীপ। এরপর তামিমের সাথে যোগ দেন বিশ্বের এক নাম্বার অলরাউন্ডার সাকিব আল হাসান। তিনি করে করেন ২০ বলে ১৮ রান। চার মেরে দলকে এনে দেয় নয় উইকেটের বিশাল জয়। আর তামিমও অপরাজিত থাকেন৮৭ রানে, তিনি ৮২ বলে ১৪ টি চারের মারের সাহায্যে করেন সর্বোচ্চ ৮৭ রান। এক মাত্র লিটনের উইকেটটি পায় মহারাজ। এই সিরিজ জয়ে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধান মন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এছাড়া ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি এবং তার রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর চৌধুরী লাবু ক্রিকেট দলের খেলোয়াড়দের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।