বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসের সবচেয়ে দামী কোচ নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টোরি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে তার চুক্তি বছরে ১০০ দিনের। তার দৈনিক আয় সাড়ে তিন হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩ লাখ টাকার মতো)।
তিনি বাংলাদেশ দলের স্পিন বোলিং পরামর্শক। এই করোনার সময় বিসিবির স্বল্প বেতনের কর্মচারীদের পাশে দাড়াচ্ছেন তিনি। নিজের বেতনের কিছু অংশ বোর্ডের স্বল্প বেতনের কর্মচারীদের দান করার ইচ্ছা প্রকাশ করেছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক।
বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী জানান, ‘ভেট্টোরি বলেছেন, তার বেতনের নির্দিষ্ট একটি পরিমাণ যেন আমরা বিসিবির অসচ্ছল কর্মীদের সাহায্য হিসেবে দিই। ক্রিকেট পরিচালনা বিভাগকে অনানুষ্ঠানিকভাবে তিনি এই ইচ্ছার কথা জানিয়েছেন।’ কয়েক দিন আগেই জাতীয় ক্রীড়া পরিষদের অধীন ২৩টি ফেডারেশনের ক্রীড়াবিদদের মোট ৫০ লাখ ১০ হাজার টাকা অনুদান দেয় বিসিবি। এ ছাড়া তারকা ক্রিকেটাররা ব্যক্তিগত ও সম্মিলিতভাবে করোনায় দুর্গত ব্যক্তিদের সাহায্য করেছেন।
ড্যানিয়েল ভেট্টোরি শুধু বড় মাপের ক্রিকেট তারকা ও কোচ নন, তার মনটাও অনেক বড়। সেটার প্রমাণ দিলেন এবার।
এমআর/প্রিন্স