বুধবার, ২৬ জুন ২০২৪, ০৬:৩৫ অপরাহ্ন

ফটিকছড়ি প্রাণিসম্পদ দপ্তরের খামারিদের নিয়ে ৩ দিনের গরু হৃষ্টপুষ্টকরণ কর্মশালা

সাইফুল ইসলাম ফটিকছড়ি (চট্টগ্রাম) :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২

চট্টগ্রামের ফটিকছড়িতে উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের উদ্যোগে গরু হৃষ্টপুষ্টকরণ বিষয়ে খামারীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৪ এপ্রিল) উপজেলা প্রাণিসম্প অধিদপ্তর হলরুমে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ দেলোয়ার হোসেন। এতে অন্যান্যদের মাঝে প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মোঃ ওমর ফারুক, ভেটেরিনারি সার্জন ডা. সুমেন চাকমা। কর্মশালার উদ্দেশ্য সম্পর্কে ড. ওমর ফারুক বলেন, গরু হৃষ্টপুষ্টকরণে আধুনিকায়ন হলে দেশে প্রাণীজ আমিষের উৎপাদন বৃদ্ধি পাওয়ার পাশাপাশি বেকারত্ব দূরিকরণ ও সামাজিক ব্যাপক উন্নতি সাধিত হবে। গতানুগতিক পদ্ধতির বিপরীতে আধুনিক পদ্ধতিতে গরু হৃষ্টপুষ্টকরণে বৈজ্ঞানিক কলাকৌশল প্রয়োজন। যেমন, ইউএমএস, উন্নত জাতের কাঁচা ঘাস চাষ করলে প্রাণীজ আমিষ উৎপাদন বৃদ্ধি পাবে। এছাড়াও সয়াবিন, ভুট্টা ও চনাবুট চাষ করে গো-খাদ্যের প্রয়োজন মিটানোর পাশাপাশি খামারীদের খরচ কমে আসবে। প্রশিক্ষণ কর্মশালা সম্পর্কে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, দেশে কুরবানীসহ সারা বছর গরুর চাহিদা মেটানো, প্রাণীজ সম্পদে আত্মনির্ভরশীল দেশ গঠন ও সাধারণ মানুষদের খামারের প্রতি উদ্ভুদ্ধ করতে কয়েক ধাপে প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছি আমরা। সামনেও এর ধারবাহিকতা চলতে থাকবে। এতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা পরিতোষ চাকমা, সুমন পাল, এফ.এ (এ.আই) জুনু নাথ, ভিএফএ রুবেল বড়ুয়া সহ বিভাগীয় অন্যান্য কর্মকর্তাগণ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com