ঢাকার সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলে তীব্র গ্যাস সংকট নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। গতকাল শুক্রবার (৮ এপ্রিল) বেলা ১১টার দিকে আশুলিয়া প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন করেন তারা। এ সময় শ্রমিক নেতারা বলেন, শিল্পাঞ্চল আশুলিয়ায় লাখ লাখ শ্রমিকের বসবাস। বেশ কয়েকদিন ধরে এলাকাটিতে দেখা দেয় তীব্র গ্যাস সংকট। যার ফলে জীবন যাপনে নেমে এসেছে অস্বস্তি। বাড়িতে রান্না বন্ধ হয়ে গেছে, হোটেল থেকে খাবার এনে খেতে হচ্ছে।
গার্মেন্টস শ্রমিক ঐক্য লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন বলেন, আজকের এ মানববন্ধন সরকারের বিপক্ষে নয়। আমরা দাঁড়িয়েছি আমাদের অধিকার নিয়ে। আমরা জানতে পেরেছি তিতাস গ্যাসের অসাধু কর্মকর্তাদের যোগসাজশে এ এলাকায় অবৈধ গ্যাসের সংযোগ দেওয়া হয়। ফলে তীব্র গ্যাসের সংকট দেখা দিয়েছে। যদি অচিরেই এ সঙ্কট নিরসন না হয় তাহলে আমরা এলাকাবাসী ও শ্রমিকদের নিয়ে তিতাস গ্যাস অফিস ঘেরাও করতে বাধ্য হবো।
এ আয়োজনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ গার্মেন্টস ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাভার, আশুলিয়া ও ধামরাই আঞ্চলিক কমিটির সভাপতি মো. ইব্রাহিম, স্বাধীন বাংলা গার্মেন্টস কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আল-কামরান, সাভার আশুলিয়া ও ধামরাই আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক আশিক ও একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের আশুলিয়ার সভাপতি সুলতান মাহমুদ।