মুজিববর্ষে দেশের নারী, শিশু বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক স্থাপন এবং গৃহহীনদের ঘর উপহার দেয়ার গণভবন থেকে ভার্চুয়ালি এর কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই অনুষ্ঠানে যুক্ত ছিলেন লাকসাম থানা প্রাঙ্গন থেকে লাকসাম মনোহরগঞ্জ সার্কেল সহকারী পুলিশ সুপার মুহিতুল ইসলাম, লাকসাম উপজেলা ভাইস চেয়ারম্যান পড়শী সাহা, লাকসাম থানার অফিসার ইনচার্জ মেজবাহ উদ্দিন ভূঁইয়া, পুলিশ পরিদর্শক তদন্ত মাসুদ খাঁন,পৌর কাউন্সিলর মোশফেকা আলম মিতা, নাছিমা আক্তার, নাছিমা সুলতানা ওয়ার্ল্ড ভিশন এর এরিয়া অফিসার লাকী গোমেজ। এ সময় বাংলাদেশ পুলিশ আয়োজিত ভার্চুয়ালি যুক্ত অনুষ্ঠানে আরও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। লাকসাম থানার অফিসার ইনচার্জ মেজবাহ উদ্দিন ভূঁইয়া জানান, লাকসাম পৌর এলাকার সাতবাড়িয়ায় স্বামী সন্তানহীন অসহায় ৭০ বছর বয়স্ক আমিরা খাতুন কে একটি দৃষ্টিনন্দন ও মনোরম ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। সেটি আজ মাননীয় প্রধানমন্ত্রী উপহার দেওয়া দিলেন।