রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০১:৪১ পূর্বাহ্ন

সিরাজগঞ্জ খোকসাবাড়ী গ্রামে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ

বদরুল আলম দুলাল সিরাজগঞ্জ :
  • আপডেট সময় বুধবার, ১৩ এপ্রিল, ২০২২

সদর উপজেলার খোকসাবাড়ী ইউনিয়নের খোকসাবাড়ী গ্রামে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ উঠেছে। অভিযোগ সুত্রে জানা গেছে, ৫ নং খোকসাবাড়ী ইউনিয়নের খোকসাবাড়ী মৌজায় ৪নং ওয়ার্ডের পরিত্যক্ত ইটের ভাটা সংলগ্ন এলাকার বাসিন্দা রাসেল ও ইমরান তাহাদের জমি সংলগ্ন আইল রাস্তা পাকা করিয়া দেওয়াল দিয়া বন্ধ করিয়া দিয়েছে। এবিষয়ে খোকসাবাড়ীর বাসিন্দা রাসেল ও ইমরানকে এলাকাবাসী কিছু বলতে গেলে তাদের মারপিট ও প্রাননাশের হুমকি দিয়ে আসছে। উক্ত বিষয়ে এলাকাবাসী (৯ এপ্রিল) বিকেলে ৫নং খোকসাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রশিদ মোল্লার কাছে একটি লিখিত গণ স্বাক্ষরিত অভিযোগ নিয়ে যায়, উক্ত বিষয় টা খুলে বললে চেয়ারম্যান বলেন আপনাদের ওখানে অনেক নেতারা আছে উনারা কি করে, আমি এবিষয়ে কিবা করবো বলে কোন প্রতিত্তোর না দিয়ে বাহিরে চলে যায়, এলাকাবাসী আরও বলেন আমরা উনাকে আমাদের ভোট দিয়ে পুনরায় আবারও চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেছি উনার কাছে একথা আসা করিনি। উক্ত বিষয়ে অত্র এলাকার সাধারণ মানুষের পাশাপাশি শৈলাবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা সহ শিক্ষার্থীর চলাচলের বিঘœ ঘটছে। উক্ত বিষয়ে প্রধান শিক্ষীকা মাসুদা খাতুন বলেন আমাদের স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের চলাচলের রাস্তা বন্ধ করায় খুব সমস্যার মধ্যে আছি। এমতাবস্থায় খোকসাবাড়ী নতুন পাড়া পরিত্যক্ত ইটের ভাটা সংলগ্ন গ্রামবাসীর চলাচলের রাস্তা বন্ধের বিষয়টি সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী এলাকাবাসী।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com