সোমবার, ২১ অক্টোবর ২০২৪, ১০:৫৪ পূর্বাহ্ন

জমে উঠছে ঈদবাজার

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ১৬ এপ্রিল, ২০২২

ঈদকে কেন্দ্র করে জমে উঠছে রাজধানীর বিপনীবিতানগুলো। গতকাল শনিবার (১৬ এপ্রিল) সকাল থেকেই ভিড় করেন ক্রেতারা। বিক্রেতাদেরও দম ফেলার ফুসরত নেই। পোশাকের দোকানগুলোতেই ভিড় বেশি। বেশি চাহিদা পাঞ্জাবি আর শাড়ির। ছোটদের পোশাকও বিক্রি হচ্ছে। তবে ক্রেতারা বলছেন, পোশাকের দাম কিছুটা বেশি। আর এবার বিক্রি ভালো হওয়ায় করোনার কারণে হওয়া গত দুই বছরের ক্ষতি অনেকটাই পুষিয়ে নেয়া যাবে বলে আশা করছেন বিক্রেতারা।
করোনার কারণে গত দুই বছর ঈদের কেনাকাটা অনেকটাই ছিলো অনলাইনভিত্তিক। এবার যেন সেই অপূর্ণ সাধ পূরণ করতে চাইছেন নগরবাসী। রাজধানীর নিউমার্কেট, চাঁদনি চক গাউছিয়া থেকে শুরু করে ছোট বড় সব মার্কেটেই উপছে পড়া ভিড়। শনিবার ফুটপাতের দোকানগুলোতেও পা ফেলার জায়গা ছিলো না। চাহিদামতো পছন্দের পোশাক বেছে নিচ্ছেন ক্রেতারা। ভিড় আছে শাড়ির দোকানগুলোতেও। দেশীয় তাঁতের শাড়ি যেমন আছে, তেমনি আছে ভারতীয় শাড়ীও। বিক্রেতারা বলছেন, যানজটে কেনাকাটায় ব্যাঘাত ঘটছে। চাহিদা আছে জামদানী শাড়ীরও। এক্ষেত্রে, দেশীয় জামদানীর দাম বেশি হওয়ায় অনেকেই ভারতীয় শাড়ি কিনছেন।
এদিকে, শীতাতপ নিয়ন্ত্রিত মার্কেটগুলোতেও ভিড় ঠেলেই পছন্দের পোশাকটি কিনছেন ক্রেতারা। গরমের কারণে প্রাধান্য দিচ্ছেন সুতির কাপড়কে। করোনার কারণে গত দুই বছরে আর্থিক ক্ষতি এবছর কিছুটা হলেও পুষিয়ে নেয়া যাবে বলে মনে করেন ব্যবসায়ীরা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com