শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০১:২৮ পূর্বাহ্ন

কক্সবাজারে মাটি ফুঁড়ে বের হচ্ছে আগুন, তোলপাড়

খবরপত্র ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১৮ এপ্রিল, ২০২২

কক্সবাজার সরকারি কলেজের সামনে একটি স্থান থেকে মাটি ফুঁড়ে আগুন বের হয়েছে। রোববার (১৭ই এপ্রিল) সন্ধ্যা ৬টা ইফতারের আগ থেকে প্রায় দুই ঘণ্টা আগুন বের হওয়ার পর ফায়ার সার্ভিস দল এসে আগুন নিভিয়ে দিয়েছে। তবে আগুন নিভলেও ধোঁয়া বের হচ্ছে। হঠাৎ আগুন উদগীরণ খবর ছড়িয়ে পড়লে সর্বত্র কৌতূহলের সৃষ্টি হয়। আগুন দেখতে বিপুল উৎসুক লোকজন সেখানে ভিড় করে। স্থানীয়ররা জানান, বিকেলে একটি গর্ত থেকে ধোঁয়া বের হয়। এটি আস্তে আস্তে বড় আকারে পরিণত হয়। পরে ফায়ার সার্ভিস এসে অনেক চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আনে।
কক্সবাজার কক্সবাজার স্টেশনের সহকারী পরিচালক শাহাদাত হোসেন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম প্রায় এক ঘণ্টা ধরে পানি ছিটিয়ে আগুন নিভিয়ে দেয়। স্থানীয়রা বলেন, ওই স্থানে বেশ কিছু বৈদ্যুতিক খুঁটি পুঁতে রেখে মাটি ভরাট করে সড়কের মেরামত করা হয়েছে। এ কারণে হয়তো বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন উদগীরণ হচ্ছে বলে তাদের ধারণা। হঠাৎ এভাবে আগুন উদগীরণ নিয়ে তোলপাড় চলছে। অনেকেই মন্তব্য করছেন এটি হয়তো আগ্নেয়গিরির লাভা হতে পারে। আবার অনেক গ্যাস থেকে আগুন উদগীরণ হতে পারে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com