শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম ::

আইপিএলে করোনার হানা, কোয়ারেন্টিনে মোস্তাফিজরা

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসরে বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানের দল দিল্লি ক্যাপিটালসে হানা দিয়েছে করোনা। দলের একজন ক্রিকেটার করোনায় আক্রান্ত হয়েছেন। এজন্য দলের ক্রিকেটার-স্টাফসহ সকলকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। দিল্লির পরবর্তীতে ম্যাচ আগামী ২০ এপ্রিল পুনেতে হওয়ার কথা ছিল। তবে এই পরিস্থিতিতে মুস্তাফিজরা আপাতত পুনেতে যাচ্ছেন না। সোমবার ও মঙ্গলবার দু’বার দলের পুরো সদস্যদের পিসিআর টেস্ট করা হবে। ওই টেস্টের ফলের ওপর ভিত্তি করে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) দিল্লি পরবর্তী ম্যাচ মাঠে গড়াবে নাকি স্থগিত হবে সেই বিষয়ে সিদ্ধান্ত নেবে। এর আগে, দিল্লি ক্যাপিটালসের দিল্লির ফিজিও প্যাট্রিক ফারহার্ট করোনায় আক্রান্ত হয়েছিলেন। তা সত্ত্বেও শনিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে মাঠে নামে দিল্লি। উল্লেখ্য, চলিত মৌসুমটা এখন পর্যন্ত অবশ্য খুব একটা ভালো কাটছে না দিল্লির। গ্রুপে ৫ ম্যাচের ২টিতে জিতেছে, হেরেছে ৩টিতে। ৪ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে ১০ দলের আইপিএলের পয়েন্ট তালিকায় ৮ নম্বরে আছে দিল্লি। সূত্র : ক্রিকবাজ




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com