২০ এপ্রিল ২০২২ রাজধানীর উত্তরার এক সেমিনার কক্ষে বাংলাদেশ কালচারাল একাডেমীর ৬ ও ৮ নং জোনের সাংস্কৃতিককমীও সুধীজনদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে প্রধানঅতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিএ সভাপতি বিশিষ্ট বাচিক শিল্পী শরীফ বায়েজিদ মাহমুদ এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিএ সহসভাপতি সবুজ চৌধুরী, আবেদুর রহমান, সহ-সেক্রেটারী প্রিন্সিপাল সালাউদ্দীন ভূইয়া, বিসিএ সাহিত্য সম্পাদক কবি শহীদ সিরাজী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিএ নাট্য সম্পাদক ও ৬ নং জোন সভাপতি মুস্তাগিছুর রহমান। এছাড়াও বিশিষ্ট কবি, গীতিকার, সুরকার, অভিনেতা সহসাংস্কৃতিক কর্মীদের মিলনমেলায় পরিণত ছিল ইফতার মাহফিল। ৮ নং জোন সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদের পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ৬ ও ৮ নং জোনের সেক্রেটারী যথাক্রমে কন্ঠশিল্পী নূুরুদ্দীন ও কন্ঠ শিল্পী আব্দুর রাজ্জাক রাজু। সাংস্কৃতিককর্মীদের ইফতারমাহফিলে প্রধানঅতিথি বলেন,এখন সময় নিজেকে গড়ার সেই সাথে সুস্থ ধারার সংস্কৃতি চর্চায় প্রয়োজনে নিজেকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। তিনি দরিদ্র মানুষের সহায়তার পাশাপাশি অসহায় শিল্পীদের পাশে দাঁড়ানোর জন্য শুভাকাংখীদের প্রতি আহবান জানান। শিল্পীদের নৈতিক মান ঠিক রেখে ইসলামী সংস্কৃতিকে প্রতিটি মানুষের কাছে পৌঁছানোর জন্য সবাইকে নতুন করে প্রস্তুতি নেবার আহবান জানান।
ইফতার মাহফিলে ইসলামী সংগীত পরিবেশন করেন বিশিষ্ট শিল্পী আনিসুর রহমান ও ড্রিম হোমসের শিল্পীরা। দোয়া মোনাজাত ও ইফতার গ্রহণ মধ্যদিয়ে ইফতার মাহফিলের কার্যক্রম সমাপ্তি করা হয়।