বিএনপির কর্মসূচিতে সরকার ভয় পায় বলেই বাধা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দল ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে এ অভিযোগ করেন তিনি।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, দক্ষিণ শ্রমিক দলের আহ্বায়ক সুমন ভূঁইয়াসহ সকল রাজবন্দিদের মিথ্যা মামলা প্রত্যাহার ও নি:শর্ত মুক্তির দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। নিজেদের অপরাধের বিস্ফোরণের ভয়ে সরকার ভীত মন্তব্য করে তিনি বলেন, বিএনপির কর্মসূচিতে সরকার ভয় পায় বলেই বাধার সৃষ্টি করছে। ভয় এ কারণে যে, আপনারা (সরকার) এতই অপরাধ করেছেন- যেকোনও মুহূর্তে বিস্ফারণ ঘটতে পারে এবং আপনাদের আর খুঁজে পাওয়া যাবে না। দেশে সব জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে মন্তব্য করে নজরুল ইসলাম খান বলেন, শ্রমজীবী মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠছে। তাই সরকারকে বলবো, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরকার পরিবর্তন হলে সবার জন্য ভালো, অন্যথায় পরিণতি ভালো হবে না। দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষকে অসন্তুষ্ট রেখে কোনও সরকার টেকে না বলে ক্ষমতাসীনদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় পরিবর্তনের সুযোগ যদি না দেন তাহলে কষ্ট আরও বেশি পাবেন। আয়োজক সংগঠনের যুগ্ম আহ্বায়ক মো. শাহ আলমের সভাপতিত্বে মানববন্ধনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, কেন্দ্রীয় শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন প্রমুখ বক্তব্য রাখেন।