বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ১১:৫১ পূর্বাহ্ন

সেন্টমার্টিনে জালে ধরা পড়ল ১৫০ কেজির ভোল মাছ

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ২৩ এপ্রিল, ২০২২

প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে রশিদ মাঝি নামে এক জেলের টানা জালে ধরা পড়েছে দেড় শ’ কেজি ওজনের একটি ভোল মাছ। এটিকে সামুদ্রিক কোরাল মাছও বলা হয়। মাছটি ১ লাখ ৪০ হাজার টাকায় বিক্রি হয়েছে বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দা মো: জসিম উদ্দিন জানান, শনিবার সকালে স্থানীয় জেলে রশিদ মাঝির টানা জালে মাছটি ধরা পড়ে। মাছটি ১ লাখ ৪০ হাজার টাকায় সেন্টমার্টিন পূর্বপাড়ার মৃত আবুলের ছেলে ইসমাইলের কাছে বিক্রি করেন ওই জেলে। ঈদের আগে এমন বড় একটি মাছ ধরা পড়া ‘আল্লাহর রহমত’ বলে জানান জেলে রশিদ মাঝি। তিনি বলেন, প্রতিদিনের মতো টানা জাল পেতে টানছিলাম। এক পর্যায়ে জাল অনেক ভারী মনে হচ্ছিল। পরে জাল তুলে দেড় শ’ কেজি ওজনের ভোল মাছটি পাওয়া গেল।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো: দেলোয়ার হোসাইন জানান, সেন্টমার্টিন দ্বীপে এক জেলের টানা জালে বড় একটি মাছ ধরা পড়ার খবর জেনেছি। মৎস্য আহরণ বন্ধের নির্দেশনা মেনে চলার কারণে সাগরের মৎস্য সম্পদ বহুগুণ বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি মাছও বড় হয়েছে। সা¤প্রতিক সময়ে টেকনাফ উপকূলেও জেলেদের জালে বড় বড় মাছ ধরা পড়ার তথ্য জানান তিনি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com