জাতীয় কুরআন সম্মাননা অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে বক্তারা
জাতীয় কুরআন সম্মাননা অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে বক্তারা বলেন,‘আজ বিশ্বব্যাপী মানবতার দুর্ভিক্ষ চলছে ,চলছে হিংসা বিদ্বেষ,হানাহানি,ধ্বংস করে দেয়া হচ্ছে আমাদের নৈতিকতা ও ধর্মীয় বিশ্বাস। আইয়্যামে জাহেলিয়াতে দিকে ধাবিত হচ্ছে পৃথিবী। আল্লাহর বাণী পবিত্র কুরআন চর্চা ও গবেষণা সময়ের অনিবার্য দাবি। পবিত্র কুরআনের বিধান প্রতিষ্ঠার মাধ্যমেই ব্যক্তি,পারিবার,জাতীয় এবং রাষ্ট্রীয় সুন্দর ও শান্তিময় পৃথিবী গড়া সম্ভব। কারণ এই কুরআনেই মানব জাতির পূর্ণাঙ্গ জীবন বিধান।’
পবিত্র মাস মাহে রমজান,এই কুরআনের মাসে গত শুক্রবার জুমাতুল বিধার দিনে বাংলাদেশ হলি কুরআন ফাউন্ডেশন কতৃক আয়োজিত জাতীয় কুরআন সম্মাননা অ্যাওয়ার্ড-২০২২ প্রদান করা হয়। কুরআন প্রতিষ্ঠার ক্ষেত্রে বিভিন্ন মাধ্যমে নিরলভাবে যারা কাজ করে যাচ্ছে তাদের থেকেই অ্যাওয়ার্ডের জন্য মনোনীত করা হয়। হলি কুরআন রিসারর্চ সেন্টারের সভাপতি মুহতারম ব্রিগেডিয়ার জেনারেল ড.জাহিদ হোসেন (অব)সভাপতিত্বে সম্মাননা প্রদান করা হয়,সম্মাননা পেলেন, কুরআন গবেষক,তফসীর ইবনে কাসিরের অনুবাদক অধ্যাপক ড.মুজিবুর রহমান। হার্ভার্ড বিশ্ব বিদ্যালয়ের (আমেরিকা) ক্যালিগ্রাফার অধ্যাপক ড. মুহাম্মদ ইউসুফ সিদ্দিক,পবিত্র কাবা গিলাফের ক্যালিগ্রাফার শাইখ মুখতার আলম সিকদার ও বাংলাদেশে ক্যালিগ্রাফি আন্দোলনের উদ্যোগক্তা কুরআনিক ক্যালিগ্রাফার শিল্পী লেখক ইব্রাহীম মন্ডল । স্বগত বক্তব্য রাখেন ও উপস্থাপনা করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা মাহবুব আল হাদী। প্রেস বিগুপ্তি।