শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম ::

ট্যালেন্টেড অভিভাবক হারালাম : মোমেন

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট সময় শনিবার, ৩০ এপ্রিল, ২০২২

পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেছেন, আবুল মাল আবদুল মুহিতের মৃত্যুতে একজন ট্যালেন্টেড অভিভাবককে হারালাম। গতকাল শনিবার সকালে গুলশান কেন্দ্রীয় মসজিদে মুহিতের জানাজার আগে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন। এ কে আবদুল মোমেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ছোট ভাই।
মোমেন বলেন, মুহিত ভাইয়ের মতো ট্যালেন্টেড লোক আমাদের পরিবারের আর নেই। তিনি খুবই মহৎ ছিলেন। আমরা একজন অভিভাবককে হারালাম। ভাই হিসেবে, বন্ধু হিসেবে আমাদের মধ্যে গভীর সম্পর্ক ছিল। তার এ মৃত্যু খুবই দুঃখজনক। আবুল মাল আবদুল মুহিতকে সিলেটের রায় নগরে সাহেব বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ওখানে আমার মা-বাবা, দাদা-দাদিসহ সবার কবর রয়েছে। সংসদ ভবনের সামনে জানাজার আয়োজন না করার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, দুই বছর ধরে করোনার কারণে সংসদ ভবনের সামনে কারো জানাজার আয়োজন করা যায়নি। গত শুক্রবার (২৯ এপ্রিল) দিবাগত রাত ১২টা ৫৬ মিনিটে আবুল মাল আবদুল মুহিত রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৮৮ বছর।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com