সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত পৃথিবীতে শারীরিকভাবে না থাকলেও, তাঁর ভালো কাজগুলোর জন্য অনন্তকাল ধরে বেঁচে থাকবেন। সাবেক অর্থমন্ত্রীকে নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে এ কথা বলেছেন বর্তমান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
রাজধানীর গুলশানের আজাদ মসজিদে আবুল মাল আবদুল মুহিতের প্রথম জানাজার পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন অর্থমন্ত্রী। গতকাল শনিবার বেলা ১১টা ৫ মিনিটের নানা শ্রেণি–পেশার মানুষের অংশগ্রহণে জানাজা সম্পন্ন হয়েছে।
আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘সব সময় তিনি (মুহিত) সবাইকে খুশি রাখার চেষ্টা করতেন। ওনার যে হাসি, হাসিটা কেউ নকল করতে পারবে না। আমি আন্তরিকভাবে বলি, উনি ভালো মানুষ। আগাগোড়া ভালো। তিনি এই জাতির জন্য, আমাদের দেশের জন্য অনেক কাজ করে গেছেন। আমার বিশ্বাস, তিনি আমাদের মধ্যেই থাকবেন।’ আবুল মাল আবদুল মুহিতের ভাই পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, ‘আল্লাহ মেহেরবান, ওনাকে শান্তিতে নিয়ে গেছেন। দোয়া করবেন, যাতে আল্লাহ ওনাকে বেহেশত নসিব করেন।’