টাঙ্গাইলের মধুপুরে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে মধুপুর উপজেলা ভূমি অফিসের আয়োজনে রবিবার সকাল(২২ মে) সকাল সাড়ে ৯ টায় ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারীকমিশনার ভূমি জাকির হোসাইনের সভাপতিত্বে বর্ণাঢ্য র?্যালিতে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ছরোয়ার আলম খান আবু, উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরীফ আহমদ নাসির, উপজেলা কৃষি অফিসার আল মামুন রাসেল, মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ বজলুল রশীদ খান চুন্নু। এসময় উপস্হিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, গন্যমান্য ব্যক্তি, শিক্ষক, সাংবাদিক, সুশিল সমাজের প্রতিনিধি, উপজেলা ভূমি অফিসের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারী, উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভূমি অফিসের সকল কর্মকর্তা কর্মচারি, সেটেলমেন্ট অফিসের কর্মকর্তা কর্মচারি, সাব-রেজিস্ট্রি অফিসের কর্মকর্তা কর্মচারি গন সহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উপজেলা ভূমি অফিসে স্থাপিত সেবা স্টলে ভূমি সেবা গ্রহীতাদের মাঝে সেবা প্রদান করা হচ্ছে।