কবি জসীম উদ্দীন জাতীয় পদক, আন্তজার্তিক সম্মাননা পদক, রংপুর থেকে প্রকাশিত যুগের আলো পত্রিকার পক্ষ থেকে সাহিত্য পুরষ্কার, মোহন কুমার দাস স্মৃতি সংসদের সম্মাননা স্মারক পাওয়ার পর আমিই পারি নেটওয়ার্ক এর আয়োজনে চেঞ্জ মেকার এ্যাওয়ার্ড-২০২১ গ্রহন করলেন দিনাজপুরের কৃতি সন্তান বিশিষ্ট কবি সাহিত্যিক গবেষক ইতিহাসবিদ মোঃ জোবায়ের আলী জুয়েল প্রধান অতিথি মনোরঞ্জন শীল গোপাল এমপির নিকট হতে। বালুবাড়ী এমবিএসকে’র হলরুমে সিডিসির নির্বাহী পরিচালক যাদব চন্দ্র রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফারুকুজ্জামান চৌধূরী মাইকেল, শহর সমাজসেবা অফিসার মোঃ মাইনুল ইসলাম। অনুষ্ঠানের সভাপতি ও আমিই পারি নেটওর্য়াক এর রংপুর বিভাগীয় সম্বনায়ক যাদব চন্দ্র রায় বলেন জোবায়ের আলী জুয়েল একজন অবসরপ্রাপ্ত সরকারি মৎস্য কর্মকর্তা ছিলেন। তার পিতার নাম মরহুম এ্যাডঃ ওয়াজেদ আলী, মাতা মরহুমা সুফিয়া খাতুন। প্রাচীনতম দৈনিক আজাদ পত্রিকাসহ বাংলাদেশে বর্তমানে প্রকাশিত ১২ টি জাতিয় পত্রিকায় ইতিহাস ঐতিহ্য নিয়ে ফিচার, কলাম, উপ-সম্পাদকীয় এবং সাহিত্য বিষয় লেখা প্রকাশ হয়ে আসছে। এ পর্যন্ত প্রায় ৯শত টি জাতিয় প্রত্রিকায় তার লেখা প্রকাশ হয়েছে এবং দিনাজপুর হতে প্রকাশিত পত্রিকাগুলোতে প্রতিনিয়ত উপ-সম্পাদকীয় প্রকাশ হচ্ছে। তিনি সাহিত্য চর্চার পাশাপাশি নাট্য অভিনেতা ও নিয়মিত রংপুর এবং ঠাঁকুরগাও বেতারে প্রবন্ধ পাঠ করে আসছেন। তার এই সব অবদানের কথা বিবেচনা করে। তাকে আমরা এবার চেঞ্জ মেকার এ্যাওয়ার্ড- ২০২১ প্রদান করেছি।