২৯ মে রবিবার ২৫০ শয্যা বিশিস্ট জেনারেল হাসপাতালের হলরুমে সিভিল সার্জন অফিস দিনাজপুরের আয়োজনে এবং জাতীয় পুষ্টি সেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন-২০২২ উপলক্ষ্যে জেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। দিনাজপুরের সিভিল সার্জন ডাঃ এ.এইচ.এম বোরহানুল ইসলাম সিদ্দিকী’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিবার পরিকল্পনা দপ্তরের উপ-পরিচালক মমতাজ বেগম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সচিন চাকমা, ডেপুটি সিভিল সার্জন ডাঃ আসিফ আহমেদ হাওলাদার। তথ্য ভিত্তিক প্রমান্যচিত্র প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রক) ডাঃ কাওসার আহমেদ। মুক্ত আলোচনায় করেন ডাঃ আল আমিন, ডাঃ গোলাম মোস্তফাসহ উপস্থিত স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইপিআই সুপারিনটেনডেন্ট মোঃ ইছাম উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম। বক্তারা বলেন, ৬ থেকে ১১মাস বয়সী শিশুকে একটি নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বসয়ী শিশুকে একটি লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে আগামী ৫ জুন। এব্যাপারে সকলকে জানাতে হবে।