নোয়াখালী জেলার সুধারাম থানার অন্তর্গত ১৯নং পূর্ব চরমটুয়া ইউনিয়নে দেশীয় তৈরি একটি এলজি ও কার্তুজসহ জসিম উদ্দিন(১৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে সুধারাম থানা পুলিশ। নোয়াখালী পুলিশ সুপার জনাব শহিদুল ইসলাম পিপিএম মহোদয়ের নির্দেশে, নোয়াখালী সদর থানা পুলিশের এস.আই (নিরস্ত্র) মোঃ মাঈন উদ্দিন ভূইয়া সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে খবর পায় যে, ১৯নং পূর্ব চরমটুয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাং পশ্চিম চরমটুয়া সাকিনে কালা মিয়ার বাড়ির দক্ষিণ পাশে একদল সন্ত্রাসী অস্ত্রসহ অবস্থান করছে। এই অবস্থায় এস.আই মাঈন উদ্দিন ভূইয়া ফোর্সসহ ঐখানে অভিযান চালায়,পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনজন সন্ত্রাসীর মধ্যে দুজন পালিয়ে যায় এবং পুলিশ ধাওয়া করে কলা মুড়ার ভেতর হইতে মোঃ জসিম উদ্দিন(১৯)কে দেশীয় তৈরি একটি এলজি ও ১রাউন্ড কার্তুজসহ গ্রেফতার করে। আটককৃত মোঃ জসিম জানায় তার সাথ থাকা অপর দুজন হলো মোঃ হারু(২৫) এবং অন্তর(২০)। শুক্রবার দুপুরে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। মোঃ জসিম উদ্দিন ১৯নং পূর্ব চরমটুয়া ইউনিয়নের, পশ্চিম চরমটুয়া গ্রামের হাবিব উল্যাহ বাড়ীর মোঃ হাবিব উল্যাহ প্রকাশে কালা মিয়া ও হনুফা বেগমের ছেলে। এই বিষয়ে নোয়াখালী সুধারাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব, মিজানুর রহমান পাঠান নিশ্চিত করে জানান যে, অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় আসামির বিরুদ্ধে মামলা করা হয়েছে।তবে ধারণা করা হয় যে আটককৃত মোঃ জসিমসহ একটি সন্ত্রাসী দল এলাকায় কাউকে ভয়ভীতি দেখানোর জন্য মহড়া দিচ্ছিলো।