রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০১:২৮ পূর্বাহ্ন

গৌরনদীতে ৫ দিনব্যাপী লালন উৎসব শুরু

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি :
  • আপডেট সময় শনিবার, ৪ জুন, ২০২২

বরিশালের গৌরনদীতে ৫ দিনব্যাপী লালন উৎসব শুরু হয়েছে। উপজেলার মেদাকুল একতা লোকনাথ সংঘের আয়োজনে শুক্রবার সন্ধ্যায় উপজেলার মেদাকুল গ্রামে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমে এ উৎসব শুরু হয়। শুক্রবারের শুরু হওয়া এই অনুষ্ঠান আগামী মঙ্গলবার পর্যন্ত চলবে। জানাগেছে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার তিরোধান উপলক্ষে দুইযুগ ধরে এই অনুষ্ঠানের আয়োজন করে আসছে লোকনাথ ব্রহ্মচারীর ভক্তরা। এরই ধারাবাহিকতায় এইদিনে উৎসব মুখর পরিবেশে শুরু হয় লালনগীতি উৎসব। মেদাকুল শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার আশ্রমে সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত চলে এই আয়োজন। এতে অংশ নেন কুষ্টিয়া লালন একাডেমির শিল্পীরা। তাদের পরিবেশন করা সংগীতে মুগ্ধ দর্শক-¯্রােতারা। পুরো গ্যালারীজুড়ে শিশু-কিশোরসহ সব বয়সের মানুষ এই অনুষ্ঠান উপভোগ করেন। লালন সংগীত মানেই জীবনকে নতুনভাবে গড়ে তোলার পরামর্শ আর দিক নির্দেশনা এমনটাই মনে করেন দর্শকরা। মাদারীপুর থেকে আগত দর্শক আঞ্জুমান জুলিয়া বলেন, এমন অনুষ্ঠান থেকে অনেক কিছু শেখার রয়েছে। লালন এমন একটি গান যা শুনলে মনের ভেতর আলাদা একটি ইমেজ তৈরি হয়। তাইতো পরিবারের সবার সাথে এই অনুষ্ঠান উপভোগ করছি। অনুষ্ঠানে অংশ নেয়া কুষ্টিয়া লালন একাডেমির শিল্পী মৌসুমী বালা বলেন, মানুষের মাঝে পরিবর্তণ আনার জন্য জেলায় জেলায় লালনগীতি পরিবেশন করছি। লালন মূলত মানুষকে পরিবর্তণ করতে শেখায়। ভাল দিকে হাঁটার নির্দেশনা দেয় এই লালন সংগীত তাইতো বিরতিহীনভাবে ১৫বছর ধরে বিভিন্ন স্থানে সংগীত পরিবেশন করছি। লালন উৎসব আয়োজক কমিটি ও একতা লোকনাথ সংঘের সাধারণ সম্পাদক রনজিৎ কর্মকার জানান, দুইযুগ ধরে প্রতিবছর এইদিনে হয়ে আসছে এই আয়োজন। আগামী অনুষ্ঠান আরো বৃহৎ আকারে করার পরিকল্পনা রয়েছে। গৌরনদী থানার ওসি আফজাল হোসেন জানান, অনুষ্ঠান সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার পাশাপাশি ভক্তবৃন্দ ও ¯্রােতাদের নিরাপত্তায় থানা পুলিশের পাশাপাশি সাদা পোশাকে পুলিশ নিয়োজিত রয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com