টাঙ্গাইলের মধুপুরে ফিলিপাইন থেকে আমদানীকৃত আনারসের নতুন জাত-এমডি-২, ও কাজুবাদাম, ড্রাগন ফল বাগান প্রভৃতি উচ্চমূল্যের ফসল পরিদর্শন করা হয়েছে। উপজেলা কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার মহিষমারা এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরিদর্শন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ঢাকা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ীর মহাপরিচালক কৃষিবিদ মোঃ বেনজীর আলম। এসময় উপস্থিত ছিলেন বছরব্যাপী ফল উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক কৃষিবিদ মেহেদী মাসুদ, কাজুবাদাম ও কফি গবেষণা উন্নয়ন প্রকল্প পরিচালক মোঃ শহিদুল ইসলাম, টাঙ্গাইল কৃষিসম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ীর উপ- পরিচালক কৃষিবিদ আহসানুল বাসার, জেলা অতিরিক্ত উপ-পরিচালক মো. নুরুল ইসলাম, জেলা অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) কৃষিবিদ মাহমুদুল হাসান, উপজেলা কৃষিকর্মকর্তা কৃষিবিদ আল মামুন রাসেল, কৃষিসম্প্রসারণ কর্মকর্তা শাকুরা না¤œী সহ উপজেলার সকল ব্লক সুপার ভাইজার গন। এবছর গবেষণা মূলক ভাবে মধুপুরে ১০৯ জন কৃষকের মাঝে প্রতিজনকে এক বিঘা পরিমান জমিতে চারা রোপনের জন্য ফিলিপাইন থেকে আমদানীকৃত আনারসের নতুন জাত- এমডি-২, জাতের চারা বিতরণ করা হয়েছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আল মামুন রাসেল।