কেশবপুর উপজেলা প্রেসক্লাব সম্পর্কে সাংবাদিক সিরাজুল ইসলাম ফেসবুকে কুরুচিপূর্ণ স্ট্যাটার্স দিয়েছেন। তারই প্রতিবাদে রবিবার বিকেলে মানববন্ধন করেছেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকরা। উপজেলা প্রেসক্লাব চত্ত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, সিনিয়র সহ-সভাপতি কুষ্ণপদ দাস, সাধারণ সম্পাদক কে এম মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবু হুরাইয়ারা রাসেল, কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম সুইট, সহ-দপ্তর সম্পাদক আবুল বাসার, নির্বাহী সদস্য মোহাচ্ছান আলী শাওন, সদস্য নূর-এ আলম সিদ্দিকী, মেহেদী হাসান শাওন, সোহেল রানা, শিমুল হাসান, এনামূল হক, নুরুজ্জামান, মঞ্জুরুল হোসেন ডাবলু, ইসমাইল শেখ, নার্গিস পারভীন, নাছির উদ্দীন, আশরাফুল ইসলাম ঝন্টু, রায়হান রনি প্রমুখ। মানববন্ধনে বক্তরা ঐক্যবদ্ধভাবে সাংবাদিক সিরাজুল ইসলামের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।