শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম ::

ডিবির পরিচয় পিকাপ ভ্যান আটকিয়ে মোবাইল ও নগদ টাকা ছিনতাই ॥ কিশোরগ্যাংয়ের নেতাসহ আটক ৩

হুমায়ুন কবির, মুন্সীগঞ্জ :
  • আপডেট সময় বুধবার, ৮ জুন, ২০২২

মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের চীন মৈত্রি সেতুর ঢালে ডিবি পরিচয় দিয়ে তরকারি আনা নেয়া কারী একটি পিকাপ ভ্যান আটকিয়ে মোবাইল ও নগদ টাকা ছিনতাই করে একটি কিশোর গ্যাং গ্রুপ। ৯৯৯ এ ফোন দিয়ে মহিলা সিনে বাংলা টিভির প্রতিনিধি মুনা আক্তার, ছেলে, ড্রাইভার ও মালামাল আনা নেয়ার কাজের শ্রমিককে উদ্ধার করে সদর থানা পুলিশ। এই ঘটনায় তিনজনকে আটক করার বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ওসি। আটককৃতরা হলো আফতাব উদ্দিন শাওন (৩১) পিতা কুুতুব উদ্দিন, মিরাপাড়া, ইব্রাহীম আহম্মেদ তপু (২৯) পিতা আ: খালেক রাঢ়ী পানহাটা, মো: হৃদয় (২৮) নাজির হোসেন আধারিয়াতলা। সাংবাদিক মুনা আক্তার জানান, তারা যাত্রাবাড়ি থেকে মুন্সীগঞ্জের ধলাগাও বাজার থেকে তরিতরকারি নিয়ে যায়। সেই গাড়ি দিয়ে ছেলে, গাড়ির ড্রাইভার ও তরিতরকারি নেয়া শ্রমিক নিয়ে ধলাগাও যা”িছলেন। মুক্তারপুর ব্রীজের ঢালে পিকাপ ভ্যানটি নামার সাথে সাথে ১৫/২০ জনের একটি কিশোর গ্যাং ডিবির পরিচয় দিয়ে গাড়ির গতিরোধ করে। ড্রাইভারসহ সকলকে নামিয়ে দিয়ে তারাই গাড়ির নিয়ন্ত্রন নেয়। এ সময় ড্রাইভারের মোবাইল নিয়ে যায়। উপায় অন্তর না পেয়ে ৯৯৯ এ ফোন দিয়ে সহযোগিতা চাই। শ্রমিকের কাছ থেকে নগদ ২৩০০ টাকাও ছিনতাই করে। পরে সরকারপাড়া ঈদগাহ মাঠে গাড়িটি নিয়ে যায়। গাড়িটিতে ইয়াবা আছে এই মর্মে অভিযোগ তুলে ডিবি পুলিশ খবর দেয়। ইতিমধ্যে কিশোরগ্যাং দল তাদের ডিবির পরিচয় দিতে না পেরে চেক করতে পারেনি। পরবর্তীতে মহিলা পুলিশসহ ৩জন ডিবি পুলিশ আসে এবং চেকস করে কারো কাছে কোন মাদক দ্রব্য উদ্ধার করতে পারেনি। অপরদিকে ৯৯৯ এ ফোন দিলে সদর থানা থেকে এসআই মিজানুর রহমান ফোর্স নিয়ে ঘটনা¯’লে গেলে ঘটনা¯’ল থেকেই দুইজনকে গ্রেফতার করে। থানার সামনে থেকে হৃদয় নামের আরো একজনকে গ্রেফতার করা হয়। অপরদিকে জানা যায় কিছুদিন পূর্বে ব্রীজের নিচে মালি পাথর বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে কর্মরত মেয়েদের আটকিয়ে মারধর করে টাকা আদায় করারও অভিযোগ রয়েছে। মাদক ধরা, অবৈধ কারেন্টজাল ধরা, ছেলে মেয়েদের আটকিয়ে টাকা আদায় করাসহ এহেন কাজ নেই তারা করে না। গ্রেফতারকৃত আফতাব উদ্দিন শাওন ২০-৩০ জনের একটি কিশোর গ্যাং পালেন এবং বিভিন্ন চুরি, ছিনতাইসহ নানা ধরনের অপরাধ সংঘঠিত করেন বলেও অভিযোগ রয়েছে। সদর থানার অফিসার ইনচার্জ তরিকুজ্জামান জানান, ৯৯৯ এ ফোন দেয় ভিকটিম। এই ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পেলেই আইনগত ব্যব¯’া গ্রহণ করা হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com