বুধবার, ০২ অক্টোবর ২০২৪, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম ::
কিশোরগঞ্জে ভাসমান সবজি চাষে লাভবান হচ্ছেন কৃষকরা চৌদ্দগ্রামে আদালতের নির্দেশ অমান্য করে জোরপূর্বক সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগ কালিয়ায় কন্যা শিশু দিবস পালিত ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে সহকারী শিক্ষকদের মানববন্ধন তারাকান্দায় ১০ গ্রেডে উন্নীতের দাবিতে শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি কালীগঞ্জে বিদ্যালয়ে পাঠদান বন্ধ রেখে শিক্ষকদের মানববন্ধন : মিশ্র প্রতিক্রিয়া ডিমলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মিলন সম্পাদক পাভেল কালের বিবর্তনে বিলুপ্তির পথে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী কাচারি ঘর মানিকগঞ্জে সাড়ে ৪লাখ ছাগলের বিনামূল্যে টিকাদান কর্মসূচী শুরু আন্দোলনে নিহত নয়নকে বীরের মর্যাদা দেয়া হবে-দুলু

কালীগঞ্জে অনুষ্ঠিত হলো কৃষি আবহাওয়া তথ্য বিস্তার শীর্ষক দিনব্যাপী রোভিং সেমিনার

হুমায়ুন কবির (কালীগঞ্জ) ঝিনাইদহ :
  • আপডেট সময় বুধবার, ৮ জুন, ২০২২

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কালীগঞ্জ, ঝিনাইদহের আয়োজনে বুধবার কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের আওতায় কৃষি আবহাওয়া তথ্য বিস্তার” শীর্ষক দিনব্যাপী রোভিং সেমিনার অনুষ্ঠিত হয় কালীগঞ্জ উপজেলা কৃষি অফিসে।উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা সিকদার মোহায়মেন আক্তার। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কৃষি সম্প্রসারণ অফিসার কেএম শফিকুর রহমান, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আনোয়ার হোসেন, দৈনিক মানবকণ্ঠের জেলা প্রতিনিধি বিপাশা আহমেদ, দৈনিক খবরপত্রের ঝিনাইদহ জেলা প্রতিনিধি হুমায়ুন কবিরসহ কালীগঞ্জ উপজেলা উপ- সহকারী ৩ জন কৃষি কর্মকর্তা।কালীগঞ্জের বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে আগত ৫০ জন কৃষক এই সেমিনারে অংশগ্রহণ করেন। রোভিং সেমিনারটি ২টি সেশনে বিভক্ত করে আলোচনা করা হয়।প্রথম সেশনে কৃষি আবহাওয়া সম্পর্কিত এবং দ্বিতীয় সেশনে আবহাওয়া সম্পর্কিত অ্যাপ এর প্রয়োজনীয়তা ও কার্যকারিতা প্রজেক্টর এবং স্মার্টফোনের মাধ্যমে দেখান কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা। সেমিনারে অংশগ্রহণকারী শরিফুল ইসলাম নামের একজন কৃষক জানান, কৃষি কাজে আবহওয়ার পূর্বাভাস সম্পর্কে জানার যে সুযোগ রয়েছে তা আমি এই সেমিনারে অংশগ্রহণ করে জানতে পেরেছি।আজ আমি অনেক কিছু জানতে ও শিখতে পারলাম। সেমিনার থেকে শিক্ষনীয় জ্ঞান আমি আমার কৃষিকাজে লাগাবো। প্রধান অতিথির বক্তব্যে কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা শিকদার মোহায়মেন আক্তার বলেন, এখন থেকে ৭-১৫ দিন আগেই আবহাওয়া সম্পর্কিত তথ্য পাবেন কৃষক ভাইয়েরা। কৃষকদের কাছে এই আগাম খবর পৌঁছানোর জন্য তৈরি করা হয়েছে বাংলাদেশ কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি (বামিস) পোর্টাল এবং অ্যাপ। কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের আওতায় অ্যাপটি তৈরি করে সবার জন্য উন্মুক্ত করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। বন্যা, খরা ও জলোচ্ছ্বাসে আগাম সতর্কীকরণ বার্তায় আমরা অনেক পিছিয়ে। কৃষি আবহাওয়া বিষয়ক তথ্য কৃষকদের মাঝে পৌঁছে দেওয়ার জন্য এই অ্যাপ ভূমিকা রাখবে। নির্দিষ্ট তথ্য পেলে এই উপজেলার কৃষকরা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে কৃষি উৎপাদন বাড়াতে পারবেন বলে আমি মনে করি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com