সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম ::
হাসিনার সহযোগীরা বিশৃঙ্খলা সৃষ্টিতে বিপুল অর্থ ব্যয় করছে: প্রধান উপদেষ্টা তিতুমীর শিক্ষার্থীদের অবরোধ, ঢাকা-টঙ্গী সেকশন ট্রেন চলাচল বন্ধ এবার ১১ দাবি নিয়ে মতিঝিলের রাস্তায় শেয়ারবাজারে বিনিয়োগকারীরা মাইলস্টোন কলেজে বর্ণাঢ্য র‌্যালি ৩০০ আসনে প্রার্থী দেবে গণঅধিকার পরিষদ, জীবনবৃত্তান্ত আহ্বান ট্রাম্পের শুল্কের নিন্দা চীনের দেশের বাজারে দামের কেন তারতম্য অনুসন্ধান করতে চাই: শেখ বশিরউদ্দিন তিতুমীর কলেজের বিষয়ে ইতিবাচক সমাধানের প্রক্রিয়া চলমান : নাহিদ ইসলাম আন্দোলন দমানোর জন্য গুলির ব্যবহার চিরদিনের জন্য নিষিদ্ধ করতে হবে : রিজভী ঘন কুয়াশায় ঢাকায় নামতে না পেরে ৬ ফ্লাইটের সিলেট ও কলকাতায় অবতরণ

নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: নুরুল হুদা

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় সোমবার, ১৩ জুন, ২০২২

নির্বাচনে আইনশঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েনের কোনো প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।
গতকাল রোববার সকালে নির্বাচন কমিশন কার্যালয়ে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। এসময় নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন না করারও পরামর্শ দেন তিনি। সাবেক প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনার ও সচিবদের সঙ্গে এ মতবিনিময় সভার আয়োজন করে নির্বাচন কমিশন। এসময় নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন না করার পরামর্শ দেন সাবেক সিইসি কে এম নুরুল হুদা। তিনি বলেন, দেশের নির্বাচনে যে পরিমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন হয় এটি বিশ্বে বিরল। সম্ভবত এমন দৃশ্য পৃথিবীতে কোথাও নাই। আমি দায়িত্বে থাকতেও বলেছি, এখনও বলেছি, এসবের প্রয়োজন নাই। সেনাবাহিনী মোতায়েন একেবারেই দরকার নেই। দেশে এখন দরকার সুষ্ঠু নির্বাচন। সেজন্য প্রয়োজন সব দলের অংশগ্রহণ ও ইভিএমের ব্যবহার।
কে এম নুরুল হুদা বলেন, নির্বাচনের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজে ৭৫ শতাংশ অর্থ ব্যয় হয়। একটা কেন্দ্রে যে পরিমাণ সশস্ত্র সদস্য থাকে তা একটা থানার সমান। এখন তো সে পরিস্থিতি নেই যে, বাক্স আছে লোকজন ব্যালটে ভোট দিবে। এখন আছে ইভিএম। ইভিএম এমন একটা বিষয় যেখানে বাক্স ছিনতাই করা যায় না। ফলে এখন আর আইনশৃঙ্খলা বাহিনী বা সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com