বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) ও হযরত আয়েশা (রা)কে নিয়ে ভারতীয় বিজেপির মুখপাত্র নূপুর শর্ম ও নবীন কুমার জিন্দাল কর্তৃক অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে নারায়ণগঞ্জের সোনারগাঁও সরকারি কলেজ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। ১৯ জুন রোববার সকালে সোনারগাঁও সরকারি কলেজ চত্তর থেকে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল শুরু হয়ে মোগরাপাড়া চৌরাস্তায় এসে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ করা হয়। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে শিক্ষার্থীদের বক্তব্যে বলেন, নবীজির অপমান মুসলিম হিসেবে আমরা মানতে পারি না। বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) ও হযরত আয়েশা (রা)কে নিয়ে কুরুচি ও অপমানজনক বক্তব্য দেয়া হয়েছে। সেই ভারতীয় বিজেপির মুখপাত্র নূপুর শর্ম ও নবীন কুমার জিন্দাল বিরুদ্ধে ভারত সরকারের কাছে সঠিক বিচার চাই। বক্তব্যে আরো বলা হয়, জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হলে তা সমাজের মধ্যে কেবল ঘৃণা, হিংসা-বিদ্বেষ ও বিভাজন তৈরি করে। কোনো প্রকৃত ধার্মিকই অপর ধর্ম সম্পর্কে অবমাননাকর কোনো বক্তব্য দিতে পারেন না। ভারতের বিজেপি সরকার ধারাবাহিকভাবে যে সাম্প্রদায়িক সহিংসতাকে উসকানি দিয়ে চলেছে, তা গোটা উপমহাদেশে একটি সাম্প্রদায়িক উত্তেজনার সৃষ্টি করছে। এ ধরনের সাম্প্রদায়িক উসকানিমূলক বক্তব্য থেকে বিরত থাকার জন্য ভারতীয় সরকারের প্রতি আহ্বান জানাই। এ সময় সোনারগাঁও সরকারি কলেজের শিক্ষার্থীদের মাঝে বক্তব্য রাখেন, মোসাঃ খাদিজা আক্তার, সানজিদা আক্তার, সুমাইয়া আক্তার, আফছানা আক্তার, হিরা আক্তার আয়েশা, রাবেয়া আক্তার প্রমুখ।