কেশবপুরে দিশা সমাজ কল্যাণ সংস্থার বাস্তবায়নে ও যশোর জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়েজনে প্রাথমিক ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় শিক্ষক ও সুপারভাইজারগণের ১২ দিনের বুনিয়াদী প্রশিক্ষণ ২০ জুন সকালে উদ্বোধন করা হয়েছে। সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সজীব সাহার সভাপতিত্বে ও দিশার উপজেলা প্রোগ্রাম ম্যানেজার এহসানুল ইসলামের পরিচালনায় কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাকক্ষে প্রধান অতিথি হিসাবে ১২ দিনের বুনিয়াদী প্রশিক্ষণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাণীসম্পাদ অফিসার ডাঃ আব্দুর রাজ্জাক, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ ও প্রধান শিক্ষক আব্দুল মান্নান। যশোর জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক মুহম্মদ বজলুর রশিদপ্রশিক্ষণ কোর্ড কর্ডিনেটরের দায়িত্ব পালন করেন। দুটি ভ্যানুতে ৭০ জন শিক্ষক ও ৫ জন সুপারভাজারের ১২ দিনের বুনিয়াদী প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন বলেন, দিশা সমাজ কল্যাণ সংস্থার বাস্তবায়নে ও যশোর জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়েজনে প্রাথমিক ও গণশিক্ষার আওতায় শিক্ষক ও সুপারভাইজারগণদের উপর অর্পিত দায়িত্ব যাথাযথভাবে পালন করতে হবে। মনোজোগ সহকালে প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। আপনাদের বেতন আজও দেওয়া সম্ভব হয়নি। স্কুল ঘরের ভাড়াও দেওয়া সম্ভব হয়নি। তবে প্রকল্পের টাকা ছাড় করার চেষ্টা করা হচ্ছে। আশা করছি অতি শিগ্র প্রকল্পের টাকা পাওয়া যাবে। পেলে আপনাদের বেতন ও স্কুল ঘরের ভাড়া দেওয়া হবে।