সিলেট ও সুনামগঞ্জের চলমান ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের ত্রাণ সহায়তা দিতে সিলেটে পৌঁছেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৯-২০ সেশনের (২য় বর্ষ) বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। ত্রাণ বিতরণের জন্য গত চারদিন ধরে তারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, ইন্সটিটিউট ও হলের শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ সংগ্রহের পাশাপাশি শাহবাগ, নিউমার্কেট, পলাশী এলাকা থেকেও তারা অর্থ সংগ্রহ করেন। সব মিলিয়ে তারা এক লক্ষ ৮০ হাজার টাকা উত্তোলন করতে সক্ষম হন। এছাড়াও শিক্ষার্থীদের ব্যক্তিগত উদ্যোগে কিছু ত্রাণসামগ্রী সেখানে যুক্ত করা হবে বলে জানা যায়। তাদের দেয়া ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, চিড়া, চিনি, পানি, বিস্কুট, স্যালাইন, গুড়া দুধ, ন্যাপকিন, ফিটকিরি, মুড়ি, খেঁজুর, মোমবাতি ও গ্যাস লাইট। তাদের উত্তোলন করা অর্থ দিয়ে যে ত্রাণ সামগ্রী কেনা হয়েছে তা ৫০০ পরিবারের মাঝে বিতরণ করা হবে। সার্বিক তত্ত্বাবধানে থাকা আরবী বিভাগের শিক্ষার্থী জি এম সাদী বলেন, আমরা গত
কয়েকদিন ধরে প্রায় ১ লাখ ৮০ হাজার টাকার উপরে উত্তোলন করেছি। উত্তোলন করা অর্থ দিয়ে পাঁচ শতাধিকের উপরে পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করার পরিকল্পনা করেছি। আমরা এখন সুনামগঞ্জের তাহিরপুরে অবস্থান করছি। এছাড়াও ২০১৯-২০ সেশনের শিক্ষার্থীদের পক্ষে আরবী বিভাগের ইয়াসিন আলী, আইন বিভাগের মাহমুদ হাসান, ভাষাবিজ্ঞান বিভাগের জয়নাল আবেদীন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মিনহাজুল ইসলাম, ওএসএল বিভাগের আদিব হাসান ও নৃবিজ্ঞান বিভাগের মুরাদ হাসানও সিলেটে পৌঁছেছেন।