বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম ::
কয়রায় সড়কের কাজ ফেলে ঠিকাদার লাপাত্তা, জনদুর্ভোগ চরমে ধনবাড়ীতে বিলুপ্তির পথে গ্রাম বাংলার ঐতিহ্য ঢেঁকি মৌলভীবাজার জেলার ৫ উপজেলা ও ৫ পৌর শাখা বিএনপির আহবায়ক কমিটি অনুমোদন নড়াইলে তারুণ্যের উৎসবে বালক-বালিকাদের সাইক্লিং প্রতিযোগিতা লোহাগাড়া প্রেসক্লাবের উদ্যােগে পত্রিকার হকার ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ কালকিনিতে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব ১৭ এর ফাইনাল ম্যাচ নবাগত নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াজেদকে ফুলেল শুভেচছা মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান শ্রীমঙ্গলে কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে লাখ টাকা জরিমানা শিক্ষকের দুর্ঘটনা নিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা সাবেক প্রধানমন্ত্রী এবং সাবেক এমপি’র তারাকান্দায় তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা

শিক্ষক হত্যা ও কলেজ অধ্যক্ষকে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

আরিফুর রহমান (তিতাস) কুমিল্লা :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২

সাভারের আশুলিয়ায় শিক্ষক উৎপল কুমার সরকারকে হত্যা ও নড়াইলে কলেজ অধ্যক্ষকে পুলিশের সামনে জুতার মালা পড়িয়ে লাঞ্ছিত করা ও দেশের অন্যান্য স্হানে শিক্ষক নির্যাতনের প্রতিবাদে কুমিল্লার তিতাসে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৩০ জুন বৃহস্পতিবার দুপুরে বাতাকান্দি সরকার সাহেব আলী আবুল হোসেন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গনে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।বাতাকান্দি সরকার সাহেব আলী আবুল হোসেন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোখলেছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, অত্র বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য ও ম্যানেজিং কমিটির সভাপতি তিতাস উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. পারভেজ হোসেন সরকার। প্রধান অতিথি হিসেবে পারভেজ হোসেন সরকার তার বক্তব্যে শিক্ষক হত্যা ও নির্যাতনের সাথে জরিতদের দ্রুত আইনের আওতায় আনায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা,শিক্ষা মন্ত্রী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ দিয়ে বলেন, শিক্ষকরা হলেন সমাজের পথপ্রদর্শক, শিক্ষকরা আমাদের সন্তানদের ভালো ভবিষ্যৎ গঠনের স্বার্থে কখনো কখনো শাসন করে ধাকেন তাই বলে শিক্ষককে নির্যাতন করা কিছুতেই মেনে নেয়া যায় না। তিনি বলেন আমি সারা দেশের কথা বলতে চাই না,আমার উপজেলায় যদি কোন শিক্ষকের সাথে অন্যায় হয় তবে তাকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেয়া হবে,তিনি সবাইকে শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহবান জানান। স্কুলের প্রধান শিক্ষক মো. মোখলেছুর রহমান তার বক্তৃতায় শিক্ষক নির্যাতনের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে বৃষ্টির মাঝেও শিক্ষকদের সম্মান রক্ষায় উপজেলা চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার উপস্হিত হওয়াতে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং পারভেজ সরকারের মত সারা দেশের জনপ্রতিনিধিদের শিক্ষকদের পাশে দাঁড়ানোর আহবান জানান এবং শিক্ষক হত্যা ও নির্যাতনের সাথে জড়িতদের কঠোর শাস্তির দাবি জানান।এ সময় মানববন্ধনে অন্যান্যের মধ্যে আরো উপস্হিত ছিলেন, ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মো.আরিফুর রহমান, তোফায়েল শিকদার, বাবুল ভূঁইয়া, শিক্ষক প্রতিনিধি মোঃ মামুনুর রশিদ, মো. শাহ জামান শুভ, সহকারী শিক্ষক নাজমুল হাসান, ইয়াকুব আলী সুমন, এনামুল হক, অন্যান্য শিক্ষকমন্ডলী সহ স্কুলের শিক্ষার্থীবৃন্দ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com