ফেসবুক-ইনস্টাগ্রামে সারাদিন সরব বিচরণ করছেন। মাঝে মাঝে এমন সব ভিডিও সামনে পড়ে যা হয়তো লাইক কমেন্ট করেও মন ভরে না। ডাউনলোড করে রাখতে চান। এজন্য থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করেন অনেকে। তবে এখন আর কোনো থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করতে হবে না। সরাসরি অ্যান্ড্রয়েড ফোনে ফেসবুক এবং ইনস্টাগ্রাম ভিডিও ডাউনলোড করতে পারবেন।
ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করবেন যেভাবে- > আপনার ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করুন। > যে ভিডিও ডাউনলোড করবেন সেই ভিডিওর উপরে থ্রি ডট অপশনে ক্লিক করুন। > এরপর কপি লিঙ্ক অপশনে ট্যাপ করুন। > ট্যাপ করলেই আপনার ফোনে ভিডিও লিঙ্ক কপি হবে। ইনস্টাগ্রাম থেকে ভিডিও ডাউনলোড করবেন যেভাবে- > ইনস্টাগ্রামে আছে শেয়ার অপশন। সেখানে ক্লিক করে কপি লিঙ্ক অপশন দেখা যাবে। সেখানে ট্যাপ করলেই ইনস্টাগ্রামের লিঙ্ক কপি করতে পারবেন। > এবার গুগল ক্রোম ওপেন করুন। > সেখানে সার্চ অপশনে গিয়ে Online Facebook Instagram Video Download লিখে সার্চ করুন। > সার্চ করার পর একাধিক ওয়েব সাইট ওপেন হবে। সেখানে একাধিক সাইট আসবে। তার মধ্যে যে কোনো একটি সাইট বেছে নিন। >এরপর কোথা থেকে ভিডিও ডাউনলোড করতে চাইছেন সেই অপশন সিলেক্ট করতে হবে। > তারপরই একটি পেজ খুলবে। সেখানে আপনার কপি করা ভিডিও লিঙ্ক দিয়ে ডাউনলোড অপশনে ট্যাপ করুন। সঙ্গে সঙ্গে ডাউনলোড হবে আপনার পছন্দের ভিডিও। এভাবে ফেসবুক,ইনস্টাগ্রাম ছাড়াও টুইটারের ভিডিও খুব সহজে ডাউনলোড করতে পারবেন। এর জন্য অতিরিক্ত কোনো অ্যাপ ডাউনলোড করার দরকার নেই।