রবিবার, ১৬ জুন ২০২৪, ০৩:১৩ পূর্বাহ্ন

ভেড়ামারার হাউখালি-চকমাদিয়া সড়কের ২ কিলোমিটার রাস্তার বেহাল দশা

সাইফুল ইসলাম ভেড়ামারা (কুষ্টিয়া) :
  • আপডেট সময় সোমবার, ৪ জুলাই, ২০২২

কুষ্টিয়ার ভেড়ামারার হাউখালির আখ সেন্টার থেকে দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের চাকমাদিয়া সড়কের ২কিলোমিটার রাস্তার বেহাল দশা। এই রাস্তার সাথে ১০টি গ্রামের সরাসরি যোগাযোগ রয়েছে। এলাকাবাসী স্থানীয় সংসদ সদস্য-সহ বিভিন্ন দপ্তরে লিখিতভাবে অবগত করার পরও মাত্র ২ কিলোমটিার রাস্তার কাজ আজও শুরু হয় নি। ফলে এলাকাবাসী চরম দুর্ভোগের মধ্যে রয়েছে। এলাকাবাসী অভিযোগ সুত্রে জানা গেছে, কুষ্টিয়ার ভেড়ামারার হাউখালি আখ সেন্টার থেকে দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের চাকমাদিয়া সড়কের চকমাদিয়া কুমারগাড়া থেকে গোরস্থান পর্ষন্ত মাত্র ২ কিলোমিটার রাস্তার বেহাল দশার কারণে প্রতিনিয়িত এই রাস্তায় দুর্ঘটনা ঘটছে। এ রাস্তায় প্রতিদিন শতশত যানবাহনে ঝুঁকি নিয়ে এলাকাবাসী যাতায়াত করে থাকে। বর্তমান বর্ষার মধ্যে ঝুঁকিপূর্ণ ২ কিলোমিটার রাস্তা পার হতে অনেক সময় লাগছে। বর্ষার মধ্যে স্কুল ও কলেজ পড়–য়া ছাত্র-ছাত্রীরা চরম দুর্ভোগের মধ্যে দিয়ে যাতায়াত করে থাকে। অসুস্থ ও গর্ভবতী রোগীদের এই ২কিলোমিটার ভাঙ্গা রাস্তা পার হতে গিয়ে পরিস্থিতি চরম কষ্টদায়ক হয়ে পড়ে। ভ্যান চালক হুমায়ন বলেন, আমরা এই রাস্তা দিয়ে চলাচল করে থাকি। চকমাদিয়া কুমারগাড়া থেকে গোরস্থান পর্ষন্ত ভাঙ্গা রাস্তায় চলাচলের সময় ভ্যানের কোন না কোন ক্ষতি হবে। যাত্রীদের চাপাচাপির কারণে এই ভাঙ্গা রাস্তায় আমরা চলাচল করে থাকি। আলহাজ্ব আঃ ওয়াহেদ বলেন, অসুস্থ্য ও গর্ভবতী রোগীদেরে এই ২ কিলোমিটার ভাঙ্গা রাস্তা পার হতে চরম দুর্ভোগের স্বীকার হতে হয়। দ্রুত রাস্তাটি সংস্কারের জন্য স্থানীয় সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যানসহ বিভিন্ন দপ্তরে লিখিতভাবে অবগত করেছি। এলাকাবাসীর একটাই দাবি রাস্তার কাজ দ্রুত করার জন্য। পিয়ারপুর ইউনিয়নের চেয়ারম্যান সোহেল রানা বুলবুল বলেন, এলাকাবাসীর পক্ষ থেকে স্থানীয় সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যানসহ আমার কাছে রাস্তার ব্যাপারে অবগত করেছে। সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যানের সাথে যোগাযোগ করে শীঘ্রই রাস্তার কাজ শুরু করবো।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com