শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনাম ::

নরসিংদীতে বিদেশী পিস্তল, গুলি ও ইয়াবাসহ গ্রেফতার ৩

নরসিংদী প্রতিনিধি :
  • আপডেট সময় সোমবার, ১৮ জুলাই, ২০২২

নরসিংদীতে একটি বিদেশী পিস্তল, ৬ রাউন্ড গুলি ও ১৫০ পিস ইয়াবাসহ ৩ জনকে গ্রেফতার করেছে নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ। গত রবিবার (১৭ জুলাই) গভীর রাতে সদর উপজেলার নাগরিয়াকান্দি এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করে। জানা যায়, রবিবার রাত সাড়ে বারোটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের এসআই জামিরুল ইসলাম এর নেতৃত্বে একটি দল নাগরিয়াকান্দি এলাকায় অভিযোগ পরিচালনা করেন। এসময় শহরের বাউলপাড়া এলাকার উমর আলীর ছেলে আল আমিন খান(৩১), করিমপুর এলাকার তোফাজ্জল মিয়ার ছেলে সাইদুর রহমান ছাদু(২৮) ও নাগরিয়াকান্দি এলাকার অহিদুর রহমান এর ছেলে রফিকুল ইসলাম(৪০)কে গ্রেফতার করে। এসময় তাদের দখল থেকে একটি বিদেশী পিস্তল, ৬ রাউন্ড গুলি ও ১৫০ পিস ইয়াবাস উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আল আমিন এর বিরুদ্ধে নরসিংদী সদর মডেল থানায় ৪টি এবং সাইদুর রহমানের বিরুদ্ধে ২টি মামলা রয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com