সাংবাদিক পুলিশ ভাই ভাই, এদ্বীপে অপরাধীদের রক্ষা নাই। মহেশখালীর কর্মরত সাংবাদিকদের মাথে সম্মিলিত ভাবে মতবিনিময় সভা করেছে মহেশখালী থানা। এ সময় এক অপরের সেতুবন্ধন ও সহযোগিতায় একটি অপরাধমুক্ত সুশৃঙ্খল মহেশখালী গঠনের প্রত্যয়ে অভিমত প্রকাশ করেন। ৯ আগস্ট মঙ্গলবার সন্ধ্যা ৭টায় মহেশখালী থানার ব্যতিক্রমধর্মী আয়োজনটি মহেশখালী থানা মিলনায়তনে সাংবাদিক ও পুলিশের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মহেশখালী থানায় নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) প্রণব চৌধুরীর সভাপতিত্বে ও মহেশখালী থানার জ্যেষ্ঠ উপ-পরিদর্শক আল আমিন সরকার এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজারের সহকারী পুলিশ সুপার মহেশখালী-কুতুবদিয়ার সার্কেলের সহকারী (এএসপি) আবু তাহের ফারুকী, উপস্থিত ছিলেন- পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক, মহেশখালী প্রেস ক্লাব সভাপতি আবুল বশর পারভেজ, মহেশখালী উপজেলা প্রেস ক্লাব সভাপতি জেডএইচএম ইউনুচ, মহেশখালী অনলাইন প্রেস ক্লাব সভাপতি মোহাম্মদ হোবাইব, কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের সভাপতি স.ম ইকবাল বাহার চৌধুরী, মহেশখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুব রোকন, সিনিয়র সাংবাদিক- ফরিদুল আলম দেওয়ান, আমিনুল হক, শাহাব উদ্দিন, হারুন উর রশিদ, গাজী আবু তাহের, এম বশির উল্লাহ, নুরুল কাদের, সরওয়ার কামাল, অ.ন.ম হাসান, মোঃ কাইছার হামিদ, এম আজিজ সিকদার, জাহেদ সরওয়ার, এস এম রুবেল, ফারুক ইকবাল, সাইফুল ইসলাম সাইফ, কাব্য সৌরভ, হ্যাপী করিম, আব্দুর রহমান, ইশরাত মুহাম্মদ শাহজাহান, মিজবাহ উদ্দীন আরজু, আবু বক্কর ছিদ্দিক, নুরুল করিম, শেখ আব্দুল্লাহ, ইরফাইন হোসাইন, মাওলানা খাইরুল আমিন সাইফুল ইসলাম প্রমূখ। মসজিদের মোয়াজ্জিন মোজাহিদুল ইসলাম এর কোরআন তেলাওয়াত ও সজীব চক্রবর্তীর গীতা পাঠের মধ্যদিয়ে শুরু হওয়া মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা একটি সুন্দর, শান্তিপূর্ণ মহেশখালী প্রতিষ্ঠার লক্ষ্যে গুরুত্বপূর্ণ মাতামত জানান। এ সময় উপস্থিত পুলিশ কর্মকর্তারা সবার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং সাংবাদিকদের মতামত থেকে উঠে আসা সমস্যাগুলো চিহ্নিত করে তাতে অধিক গুরুত্ব দেওয়ার আশ্বাস দেন। এ সময় নবনিযুক্ত ওসি প্রণব চৌধুরী জানান আমরা চাইলে অতিসত্বর এদ্বীপকে অপরাধমুক্ত সু-শৃঙ্খল মহেশখালী উপর দিতে পারি। তাই সাংবাদিকভাইদের স্বচ্চ তথ্য দিয়ে সহযোগিতা একান্ত কামনা করছি।