নিজের বিরুদ্ধে করা ষড়যন্ত্রমূলক হয়রানী মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে গোপালগঞ্জের সরকারি বঙ্গবন্ধু কলেজ ছাত্র-ছাত্রী সংসদের সাবেক ভিপি ও জিএস মোঃ আলিমুজ্জামান আলিম। বৃহস্পতিবার বেলা ১১টায় শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আয়োজিত সংবাদ সম্মেলনে এক লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ৮ মে আমার নাম ও ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফেক আইডি খোলা হয়। সেখানে গোপালগঞ্জের সাংসদ শেখ ফজলুল করিম সেলিম ও তার ছেলে ব্যরিস্টার শেখ ফজলে নাঈমের নামে অশোভন কথা লিখে পোষ্ট করা হয়। বিষয়টি জেনে আমি থানায় গিয়ে সাধারন ডায়েরি করি। কিন্তু আমার প্রতিপক্ষ লতিফপুর ইউনিয়নের চেয়ারম্যান ফকরুল ইসলাম আমাদের সামাজিক ও রাজনৈতিক অবস্থান নষ্ট করতে তার ছেলে তানবিরুল ইসলাম তান্নাকে দিয়ে বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা করান। সেই মামলায় আমি গ্রেফতার হই। আদালতের আদেশে ফরেন্সিক রিপোর্টে আমি বা আমার পরিবার এ বিষয়ের জড়িত নই বলে প্রমানিত হয় এবং আমি জামিনে মুক্তি পাই। এ পরিস্থিতিতে প্রশাসনের নিকট প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবী জানান তিনি। সংবাদ সম্মেলনে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্টনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।