শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম ::

দাউদকান্দিতে ফ্রি মেডিকেল ক্যাম্প: চিকিৎসাসেবা পেলো ৫শত রোগী

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি :
  • আপডেট সময় শনিবার, ১৩ আগস্ট, ২০২২

কুমিল্লার দাউদকান্দি উপজেলাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ?্যালয়ের প্রো-ভিসি (একাডেমিক) প্রফেসর ডাক্তার একেএম মোশাররফ হোসেন এর উদ?্যােগে নিজ গ্রাম পৌরসভার হাসানপুর এলাকার জনসাধারণের জন?্য ফ্রি মেডিক্যাল ক?্যাম্পের আয়োজন করা হয়। শুক্রবার দুপুর থেকে বিকেল পর্যন্ত ডা.মোশাররফ হোসেনের নিজ ভিলা মুক্তিযোদ্ধা ভবনে সন্ধ্যা অবধি পাঁচশতেরও উপরে রোগীদের ব?্যবস্থাপত্র ও চিকিৎসা সেবা প্রধান করা হয়। ডাক্তার মোশাররফের মরহুম বাবা বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমানের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে এই ফ্রি চিকিৎসামূলক সেবার আয়োজন করা হয়। এই সময় উপজেলার বিভিন্ন গ্রাম থেকে নারী-পুরুষ সকলেই এই চিকিৎসা সেবা গ্রহণ করেন। ফ্রি চিকিৎসা ক?্যাম্পে প্রফেসর ডা. একেএম মোশাররফ হোসেন ও তার সহধর্মিণী ঢাকা মেডিক্যাল কলেজের এ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডাক্তার কোহিনূর আহমেদসহ অন্যান্য চিকিৎসকরাও বিভিন্ন রোগীদের সেবা প্রধান করেন। ফ্রি মেডিক্যাল ক?্যাম্প চলাকালীন সময়ে উপস্থিত হন দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন, পৌরসভার মেয়র নাইম ইউসুফ সেইন, উপজেলা ভাইস চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন, দাউদকান্দি মডেল থানার ওসি মুহাম্মদ আলমগীর ভূঞা, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার খোরশেদ আলম। ডাক্তার মোশাররফ হোসেন তার করা এই ফ্রি মেডিক্যাল ক্যাম্পিং অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য অতিথিদের সাধুবাদ জানান। এসময় ডা.মোশারফ হোসেন বলেন, আমার বাবা দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই ফ্রি চিকিৎসা ক্যাম্প এর আয়োজন করা হয়েছে।যাতে করে সাধারন মানুষের নাগালে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে পারি। আমিও আমার সহধর্মিনী সহ চেষ্টা চালিয়ে প্রায় ৫ শতাধিক পরিবারকে চিকিৎসাসেবা দিতে পেরেছি। সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পেরে নিজেকে খুব গর্বিত মনে হচ্ছে। এসময় উপজেলা চেয়ারম্যান মেজর(অঃ) মোহাম্মদ আলী সুমন বলেন, সাধারণ মানুষকে এভাবে চিকিৎসাসেবার সুযোগ তৈরী করে দেওয়ায়, আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com