১৩ আগষ্ট শনিবার বালুবাড়ী এমবিএসকে মিলনায়তনে মহিলা বহুমুখী শিক্ষা কেন্দ্র (এমবিএসকে)’র আয়োজনে এবং পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ঢাকা’র সহযোগিতায় শিক্ষাবৃত্তি কার্যক্রমের আওতায় উচ্চ মাধ্যমিক প্রথম ও দ্বিতীয় বর্ষে অধ্যায়নরত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। এমবিএসকে’র নির্বাহী প্রধান মোসাঃ সুলতানা রাজিয়া খাতুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ তানভীরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন এমবিএসকের উপ-নির্বাহী প্রধান মোঃ মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ ইন্সপেক্টর মোঃ ইকবাল হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন ঋণ সমন্বয়কারী মোঃ আশরাফুল আলম। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র একাউন্টেন্ড মোঃ আমিনুজ্জামান, একাউন্স অফিসার মোঃ কফিল উদ্দিন, সহকারী অফিসার মোর্শেদা পারভীন মলি, সহকারী এমআইএস অফিসার নুরুন্নবী। শিক্ষার্থীদের মাঝে বক্তব্য রাখেন মনিকা রায়, মোঃ ফেরদৌস মন্ডল, নাদিয়া আক্তার রাসু। সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রোগ্রাম অফিসার উপেন্দ্র নাথ রায়। প্রধান অতিথি কোতয়ালী থানার ওসি মোঃ তানভিরুল ইসলাম বলেন, মোবাইল ফোনে আসক্ত না হয়ে শিক্ষার্থীদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হবে। শিক্ষাবৃত্তির টাকায় একদিন তোমরা প্রকৃত শিক্ষিত হয়ে দেশ ও জাতির কর্ণধার হিসেবে দেশ পরিচালনা করবে। উল্লেখ্য এ পর্যন্ত ৩২৮ জনের মাঝে ৪১ লাখ ৬৪ হাজার টাকা শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। সভাপতির বক্তব্যে মোসাঃ সুলতানা রাজিয়া খাতুন বলেন, শিক্ষার কোন বিকল্প নেই। প্রকৃত ও নৈতিক শিক্ষায় তোমাদের শিক্ষিত হতে হবে। আমাদের দরিদ্র উপকারভোগী সদস্যদের সন্তানদের উচ্চ শিক্ষায় শিক্ষত করতে এই বৃত্তি যথেষ্ট ভুমিকা রাখবে।