শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম ::

হৃদয়ে সৈয়দপুরের উদ্যোগে মাদক ও বাল্যবিবাহ বিরোধী সেমিনার

আনোয়ার হোসেন সৈয়দপুর
  • আপডেট সময় রবিবার, ১৪ আগস্ট, ২০২২

নীলফামারীর সৈয়দপুরে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন “ হৃদয়ে সৈয়দপুর” এর উদ্যোগে মাদক ও বাল্যবিবাহ বিরোধী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের বোতলাগাড়ী উচ্চ বিদ্যালয়ে ওই সেমিনার আয়োজন করা হয়। এ সময় শিক্ষার্থীদের মাদক ও বাল্যবিবাহ বিরোধী শপথবাক্য পাঠ করানো হয়েছে। এছাড়াও সমাবেশে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা মাদক ও বাল্যবিবাহকে লাল কার্ড প্রদর্শন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মনিরুজ্জামান জুন এবং বিশেষ অতিথি ছিলেন সংগঠনের বোতলাগাড়ী ইউনিয়ন শাখার উপদেষ্টা বুলবুল সরকার। এতে অন্যান্যদের মধ্যে বোতলাগাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) গোলাম রাব্বানী, বোতলাগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আব্দুল মালেক, হৃদয়ে সৈয়দপুর সংগঠনের প্রতিষ্ঠাতা সোহেল রানা, সাধারণ সম্পাদক মো. রুবেল, কামারপুর ইউনিয়ন শাখা সভাপতি জুনাইদ বকুল ও বোতলাগাড়ী ইউনিয়ন সভাপতি নুরনবী ইসলাম মুন্না বক্তব্য রাখেন। এ সময় অন্যান্যদের আরো গোলাম রাব্বানী, জিতু, জাকির, আবুজার, নজির, সাথী, ইমরান নিজাম, আশা হক, রোশনী,রাজু, আনোয়ার, তাবাসসুম বন্যা, নদী, জ্যোতি কুমার, নাঈম ইসলাম, শাহিন, মাহমুদ, রানা, জাকির জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন। শেষে প্রধান অতিথি বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মরিুজ্জামান জুন শিক্ষার্থীদের মাদক ও বাল্যবিবাহ বিরোধী শপথ বাক্য পাঠ করান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com