শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম ::

বরগুনার ঘটনায় কেন এত তোপের মুখে পুলিশ?

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২

দেশের দক্ষিণাঞ্চলীয় জেলা বরগুনায় ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের পুলিশের লাঠিচার্জ আর স্থানীয় সংসদ সদস্যের সাথে অসদাচরণের অভিযোগ নিয়ে সরকার ও সরকারি দলের মধ্যে সমালোচনা চলছেই। স্বরাষ্ট্রমন্ত্রী ঘটনাটিতে বাড়াবাড়ি হয়েছে উল্লেখ করে তদন্তের নির্দেশ দিয়েছেন এবং সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাকে বরগুনা থেকে চট্টগ্রাম রেঞ্জে সরিয়ে নেয়া হয়েছে। অথচ এ ঘটনার মাত্র ১৫ দিন আগে দক্ষিণাঞ্চলের আরেক জেলা ভোলায় একটি রাজনৈতিক দলের কর্মসূচিতে পুলিশের গুলিতে দু’জন নিহত (একজন ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে মারা যান আর অন্যজন পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান) হওয়ার ঘটনাতেও পুলিশের বিরুদ্ধে এমন ব্যবস্থা দেখা যায়নি। এ দুটি মৃত্যুর ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে বিরোধী দল প্রশ্ন তুললেও সরকার বা ক্ষমতাসীন দলের কোনো পর্যায় থেকে কোনো সমালোচনা তো নয়ই, বরং পুলিশ ও ক্ষমতাসীন দলের নেতারা এ ঘটনার জন্য বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধেই উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগ করেছিলেন।
বাংলাদেশের বিরোধী দল ও মানবাধিকার সংগঠকরা বরাবরই রাজনৈতিক কর্মসূচিতে পুলিশের বাধা দেয়া, লাঠিচার্জ করা কিংবা নির্দয় দমন-পীড়নের অভিযোগ করে থাকেন। কিন্তু ক্ষমতাসীন দলের সমর্থকদের দিক থেকে বরগুনার ঘটনার পর পুলিশের বিরুদ্ধে এমন সমালোচনাকে বিরল বলছেন মানবাধিকার সংগঠক নূর খান লিটন। ‘এখন সমালোচনা করছেন সরকারি দলের সমর্থকরাই। তারাই সামাজিক মাধ্যমে শোরগোল তুলেছেন কারণ তাদের ধারণাই হলো পুলিশ মারবে বিরোধীদের আর ক্ষমতাসীনদের অংশ হয়ে কাজ করবে। হুট করে সেটার ব্যত্যয় হওয়ায় তারা মেনে নিতে পারছে না,’ বিবিসি বাংলাকে বলছিলেন তিনি।
বরগুনায় আসলে কী হয়েছিল? নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একজন সাংবাদিক বলছিলেন, বরগুনায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের মধ্যে বিরোধ তুঙ্গে। ছাত্রলীগের সম্প্রতি হওয়া কমিটিকে গ্রহণ করেনি স্থানীয় এমপি ও আওয়ামী লীগের একাংশ। এসব নিয়েই কোন্দল ছিল চরমে, যার বহিঃপ্রকাশ হয়েছে ১৫ আগস্ট শোক দিবসের অনুষ্ঠানে। ওই অনুষ্ঠানে ছাত্রলীগের দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে একপর্যায়ে নির্বিচারে লাঠিচার্জ করে পুলিশ। লাঠিচার্জের বেশকিছু ভিডিও ভাইরাল হয়ে পড়ে। যেখানে দেখা যায় ইউনিফর্ম ছাড়া একজন ঊর্ধ্বতন কর্মকর্তাসহ পুলিশ সদস্যরা সামনে যাকে পাচ্ছেন তাকেই বেধড়ক মারছেন। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। তার সামনেই ছাত্রলীগের দু’গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ছিল।
পরে পুলিশের লাঠিচার্জ আর একজন পুলিশ কর্মকর্তা শম্ভুর সামনে কথা বলার ভিডিও সামাজিকমাধ্যমে এলে এ নিয়ে তীব্র সমালোচনা শুরু করেন ছাত্রলীগের সাবেক নেতারা। পরে দেশজুড়ে তাদের অনুসারীরা ওই কর্মকর্তার বিরুদ্ধে ব্যাপক প্রচারণা শুরু করেন। যদিও ঘটনার পর স্থানীয় ছাত্রলীগ সংবাদ সম্মেলন করে পুলিশের পক্ষেই বক্তব্য দিয়েছিল। তবে ওই ঘটনায় বাড়াবাড়ি ছিল বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তবে তিনি বলেছেন, তদন্ত হলেই বোঝা যাবে কারা বাড়াবাড়ি করেছে। বিষয়টি নিয়ে এখন তদন্ত করছে পুলিশ।
পুলিশ কী নতুন কিছু করেছে? বরগুনায় পুলিশের ভূমিকা নিয়ে সমালোচনা হচ্ছে কেন? ঢাকাসহ সারাদেশেই গত কয়েক বছর ধরে রাজনৈতিক দলের কর্মসূচি বিশেষ করে বিরোধী দলগুলোর কর্মসূচিতে পুলিশের দিক থেকে বাধা বা লাঠিচার্জ হয়নি এমন উদাহরণ খুবই কম। বরং বিরোধী দলের কর্মসূচি থেকে সাদা পোশাকধারী ব্যক্তিরা একের পর এক নেতাকর্মীকে আটক করে পুলিশের গাড়িতে তোলার দৃশ্যও নিয়মিত দেখা যায়। প্রায় এক দশক আগে বিরোধী দলের একজন সংসদ সদস্যকে সংসদ ভবন এলাকাতেই কয়েকজন পুলিশ কর্মকর্তা নির্বিচারে মারধর করার ঘটনাও বেশ আলোচিত হয়েছিল। ঢাকার বাইরে জেলা শহরগুলোতেও পুলিশের আচরণ নিয়ে ক্ষুব্ধ বিরোধী দলগুলো। গত ১৪ মে মাগুরায় প্রায় ৭০টি মাইক ব্যবহার করে আওয়ামী লীগের স্থানীয় সম্মেলন করলেও ঠিক তার পরদিন সেখানে বিএনপির সমাবেশ পুলিশ প- করে দিয়েছিল বিনা অনুমতিতে মাইক ব্যবহারের অভিযোগে।
কিন্তু এমন অনেক ঘটনার পরেও রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের আচরণ বা ভূমিকা নিয়ে সরকারি দলের কেউ কখনো প্রশ্ন তুলেনি। তাহলে এবার কেন বরগুনার পুলিশ নিয়ে সমালোচনা হচ্ছে এমন প্রশ্নের জবাবে পুলিশের সাবেক ডিআইজি মোখলেসুর রহমান বলেছেন, বরগুনার ঘটনাটি শুধু লাঠিচার্জের কারণে এতো আলোচনায় আসতো না বলেই মনে করেন তিনি। ‘সংঘর্ষ হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অ্যাকশনে যাওয়া পুলিশের জন্য আইনসংগত। কিন্তু দিনটি ছিল ১৫ আগস্ট এবং সেখানে একজন এমপি ছিলেন। তার সাথে একজন জুনিয়র পর্যায়ের কর্মকর্তারা কথা কাটাকাটির কারণেই আলোচনায় এসেছে বিষয়টি,’ বিবিসি বাংলাকে বলছিলেন তিনি। মোখলেসুর রহমান বলেন, পুলিশ কোনো কর্মসূচিতে বাধা দিলে যারা খুশি হতো এখন তাদের ওপরই অ্যাকশন হওয়াতে তারা সমালোচনা করছে এবং সে কারণেই পুলিশকে দোষ দেয়া হচ্ছে। তার সাথে একমত মানবাধিকার সংগঠক নূর খান লিটন। তিনি বলছেন, এখন সাধারণ মানুষের ধারণাই হয়ে গেছে যে পুলিশ বিরোধী দলের সভা-সমাবেশ ভ-ুল করবে বা তাদের নেতাকর্মীদের মারবে-ধরবে। কিন্তু সরকারি দলের কর্মীদের এভাবে লাঠিচার্জ করা হবে কিংবা পুলিশের গাড়ি ভাংচুরের জন্য তাদের পুলিশ শাসাবে এটি ছিল অকল্পনীয়। ‘এখানে পুলিশের বৈশিষ্ট্যই হলো, পুলিশ সরকারি দলকে খুশি রাখতে কাজ করে। সরকারি দলের লোকজনও সবসময় মনে করে যে পুলিশের টার্গেট হবে বিরোধী দল এবং কোনো কোনো ক্ষেত্রে তারা একে অপরের সহযোগী হয়ে কাজ করে। কিন্তু বরগুনায় এমপির সামনে তারা ব্যাপকভাবে ছাত্রলীগকে আক্রমণ করেছে। এমপিকে শাসিয়েছে। এটি তাদের বিস্মিত করেছে। এ কারণেই সামাজিক মাধ্যমে তারা ঝড় তুলেছেন,’ বিবিসি বাংলাকে বলছিলেন নূর খান। পুলিশ কর্মকর্তারা তদন্ত চলার কথা উল্লেখ করে এসব বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করতে রাজী হননি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেছেন, অনেক জায়গাতেই ক্ষমতাসীন দলের মধ্যকার বিরোধের কারণে পুলিশ ঠিকমতো কাজ করতে পারে না। সে কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার কৌশল হিসেবেই সরকারি দলের নেতাদের সহযোগিতা নিতে হয়। তবে বরগুনায় একজন কর্মকর্তার আচরণে দায়িত্বশীলতার অভাব ছিল নাকি সেটি সেখানকার ঘটনার একটি তাৎক্ষণিক রিয়েকশন সেটি তদন্ত হলেই বোঝা যাবে বলে মনে করেন তিনি। সূত্র : বিবিসি




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com