জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম স্থান গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় “বঙ্গবন্ধু আন্তঃ বিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশী” তৃতীয় আসরের মশাল প্রজ্জ্বলন করা হয়েছে। সোমবার দুপুরে টুঙ্গিপাড়ায় আয়োজিত এক অনুষ্ঠানে স্পোর্টস চ্যাম্পিয়নশীপের সাংগঠনিক কমিটির চেয়ারম্যান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মশাল প্রজ্জ্বলন করেন। যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত এ প্রতিযোগীতায় দেশের সরকারি ও বে-সরকারি ১২৫টি বিশ^বিদ্যালয়ের ছাত্র ও ছাত্রী অংশ নিবেন। “বঙ্গবন্ধুর সোনার দেশ, তারুণ্যের বাংলাদেশ” শ্লোগান নিয়ে অনুষ্ঠিত হচ্ছে এবারের চ্যাম্পিয়নশীপ। সাংগঠনিক কমিটির সদস্য সচিব, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে মশাল প্রজ্জ্বলন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, চ্যাম্পিয়নশীপ সাংগঠনিক কমিটির ভাইস চেয়ারম্যান নাহিম রাজ্জাক এমপি, চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের ভাইসচ্যান্সেলর অধ্যাপক ড. শিরীন আখতার, রাজশাহী বিশ^বিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার, বাংলাদেশ কৃষি বিশ^বিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. লুৎফুল হাসান, শের বাংলা কৃষি বিশ^বিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. সাহিদুর রশিদ ভূঁইয়া, বরিশাল বিশ^বিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. ছাদেকুল আরেফিন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি অধ্যপাক ড. মোঃ আনোয়ার হোসেন, গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুল আলী খান প্রমূখ। আলোচনা সভা শেষে প্রধান অতিথি, উপাচার্যগণ ও অন্যান্য অতিথিদের উত্তরীয় পরিয়ে দেয়া হয়। পরে বাংলাদেশের দ্রুততম মানবী শিরীন আক্তারের হাতে মশাল তুলে দেন প্রতিমন্ত্রী। এরপর বিভিন্ন ইভেন্টের ফিক্সচারের ড্র অনুষ্ঠিত হয়। এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে দোয়া ও মোনাজাতে অংশ নেন প্রতিমন্ত্রী। এসময় দেশের বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগণ উপস্থিত ছিলেন। এ প্রতিযোগীতায় ফুটবল, ক্রিকেট, সাইক্লিং, অ্যাথেলেটিক্স, সাঁতার, দাবা, কাবাডিসহ ১২টি ইভেন্টে ৭২০টি পদকের জন্য দেশের ১২৫টি বিশ্ববিদ্যালয়ের ৭ হাজারেও বেশি নারী ও পুরুষ প্রতিযোগী অংশগ্রহন করবেন। এমন আয়োজনের মাধম্যে দেশের যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করা সম্ভব হবে বলে মনে করছেন আয়োজক ও অংশগ্রহণকারী বিশ^বিদ্যালয়ের ভাইসচ্যান্সেলরগণ।