শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম ::

ঐক্যই হচ্ছে আওয়ামী লীগের মূল শক্তি-শিল্পমন্ত্রী

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি :
  • আপডেট সময় সোমবার, ২২ আগস্ট, ২০২২

ঐক্যই হচ্ছে আওয়ামী লীগের মূল শক্তি-শিল্পমন্ত্রীজননেত্রী শেখ হাসিনা অত্যন্ত দৃঢ়ভাবে বিচক্ষণতার সাথে দেশ পরিচালনা করছে। বহির্বিশ্বে যুদ্ধ পরিস্থিতির কারণে দেশে দ্রব্যমূল্যের দাম কিছুটা অস্থিতিশীল থাকায় বিএনপি-জামাত বারবার ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে। তারা আজ উৎফুল্ল হয়ে ভাবছে আওয়ামীলীগ হয়তো মাঠে নেই। জনগণকে তারা নানাভাবে ভয় দেখিয়ে উন্নয়নকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা চালাচ্ছে। কিন্তু তারা জানেনা ঐক্যই হচ্ছে আওয়ামী লীগের মূল শক্তি। তাই ষড়যন্ত্র করে কোন লাভ নেই এসব বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী এ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি। গত রোববার মনোহরদী উপজেলার গোতাশিয়ায় এম এ মজিদ বিএম কলেজ মাঠে আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ২১ আগস্ট গ্রেনেড হামলায় সকল শহীদদের প্রতি শ্রদ্ধা ও আহতদের সমবেদনা জ্ঞাপনার্থে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিল্পমন্ত্রী। এছাড়াও তিনি আরও বলেন, আগামী জাতীয় নির্বাচনকে সামনে জামাত- বিএনপি দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে। তাই আওয়ামীলীগ নেতাকর্মীরা সবসময়ই সতর্ক আছেন এবং থাকবেন। উন্নয়নের স্বার্থে দলের সর্বস্তরের নেতাকর্মীরা সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে দেশের জন্য কাজ করারও আহবান জানান তিনি। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু প্রিয়াশীষ রায়ের সঞ্চালনায় এসময় সভায় উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি জি এম তালেব হোসেন, বেলাব উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি বীরমুক্তি যোদ্ধা মনিরুজ্জামান, কেন্দ্রীয় যুবলীগের সদস্য মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদি, মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এস.এম কাসেম, বেলাব উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, মনোহরদী উপজেলা ভাইস চেয়ারম্যান এমএস ইকবাল আহমেদ, মনোহরদী উপজেলা মহিলা লীগ সভাপতি ইশরাত জাহান তামান্না, উপজেলা মহিলা লীগ সাধারণ সম্পাদক ও মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা সুলতানা রুবি, বেলাব উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আক্তার, মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশরাত জাহান, মনোহরদী থানা অফিসার ইনচার্জ মো. ফরিদ উদ্দিন, মনোহরদী-বেলাব উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com