রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম ::
সুনামগঞ্জের ধোপাজান নদীতে বালিপাথর লুটতরাজ বন্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশ কেশবপুরে বিশ্ব শিশু দিবস পালন ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন শ্রীপুরে আদালতের নিষেধাজ্ঞা লঙ্ঘন করে বাড়ি নির্মাণের অভিযোগ ভালুকায় বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা ও বিট কর্মকর্তার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ ঈশ্বরগঞ্জে স্কুলছাত্র রাব্বি হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন কালীগঞ্জে এক রাতে ৯ গরু চুরি ভুক্তভোগী খামারীদের আহাজারী কলমাকান্দায় দশম গ্রেডের দাবীতে শিক্ষকদের মানববন্ধন নেত্রকোণা পৌরসভার সড়কে খানাখন্দ দুর্ভোগে পথচারীরা ত্রিশালে শহীদ ও আহতের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান লামায় চাঁদাবাজের বিরুদ্ধে ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন

অনাবৃষ্টিতে রায়পুরে আমন চাষীরা চরম বিপাকে

মোঃ মোস্তফা কামাল রায়পুর (লক্ষ্মীপুর)
  • আপডেট সময় বুধবার, ২৪ আগস্ট, ২০২২

চলতি বছর বৃষ্টি কম হওয়ায় লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলায় আমন চাষীরা চরম বিপাকে পড়েছেন। কৃষি জমিতে প্রয়োজনীয় পানি না থাকায় বীজতলা তৈরী থেকে শুরু করে চারা উৎপাদন, আমন ধানের জমি প্রস্তুত করা ও চারা রোপন পদে পদে বাধাগ্রস্ত হচ্ছে। সরেজমিন অনুসন্ধানে দেখা যায়, মৌসুম প্রায় শেষ পর্যায়ে হলেও এখনো অনেক কৃষকই জমিতে আমন ধানের চারা রোপন করতে পারেননি। তাদের চোখে মুখে ভর করেছে রাজ্যের হতাশা ও ভবিষ্যৎ নিয়ে উদ্বেগের ছাপ।
কৃষকদের সাথে কথা বলে জানা যায়, কিছু কিছু জমিতে নানা কায়দা-কানুন করে আমন চাষ করলেও অবশিষ্ট জমিতে আদৌ তা করা যাবে কী না- এ নিয়ে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা। উপজেলার কৃষি অফিস সূত্রে জানা যায়, রায়পুর উপজেলায় প্রায় ১৩ হাজার ৭৩০ হেক্টর জমিতে আমন চাষের লক্ষমাত্রা নির্ধারণ করা থাকলেও এ পর্যন্ত মাত্র ৬ হাজার ৭৫০ হেক্টর জমিতে আমন চাষ করা সম্ভব হয়েছে। মাঠ পর্যায়ে খোঁজ নিয়ে জানা যায়, বিগত অনেক বছরের মধ্যে চলতি বছর এ অঞ্চলে বৃষ্টিপাত খুবই কম হয়েছে। বর্ষা মৌসুম শেষ হয়ে গেলেও এখনো কাঙ্খিত পরিমাণ বৃষ্টি হয়নি। ফলে কৃষি জমিতে আমন ধানের চারা রোপন করার মতো পর্যাপ্ত পানি পাওয়া যাচ্ছে না। মাঝে মাঝে হালকা বৃািষ্ট হলেও তা এ ফসল চাষের জন্য যথেষ্ট নয়। আবার বিএডিসি’র আওতাধীন কছিু কিছু সেচ প্রকল্পে পানি সরবরাহ করা হলেও তা পর্যাপ্ত নয়। অধিকন্তু উপজেলার বেশিরভাগ কৃষি জমিই এখনো এ প্রকল্পের বাইরে থাকায় পানি সরবরাহ পায়নি। এছাড়া তেল-ডিজেলের মূল্য বৃদ্ধির কারণে কৃষকদেরকে পূর্বের তুলনায় বর্ধিত মূল্যে পানি ক্রয় করতে হচ্ছে মর্মেও অভিযোগ পাওয়া গেছে। কোথাও কোথাও নানা অজুহাতে পানি সরবরাহ না করার সংবাদও জানা গেছে। উপজেলার কয়েকজন আমন চাষীর সংগে কথা বললে তাঁরা তাঁদের দুঃখের কথা বলতে গিয়ে জানান, ‘এ বছর এখন পর্যন্ত যা অবস্থা তাতে আমরা আমন চাষ করতে পারব কী না তা জানিনা। একদিকে বৃষ্টি নেই অন্যদিকে বিএডিসি’র পানির দামও বেশি। সবরকম দ্রব্য মূল্য বেড়ে পাওয়ায় আমাদের জীবনযাত্রার ব্যয়ও বেড়ে গেছে। এমতাবস্থায় আমরা আমন চাষ করতে না পারলে আগামীতে পরিবার-পরিজন নিয়ে না খেয়ে মরা ছাড়া কোন উপায় থাকবে না।’ ৯নং দক্ষিণ চর আবাবিল ইউনিয়নের আমন চাষী কৃষক হারুনুর রশীদ মিজি ও শহীদুল ইসলাম আমন চাষীদেরকে সরকারী সহযোগিতা প্রদানের দাবি জানিয়ে বলেন, ‘চলতি বছর আমাদের যে অবস্থা তাতে সরকারী উদ্যোগ ও সহায়তায় এখনই বিএডিসি’র মাধ্যমে পানি সরবরাহ করা প্রয়োজন।’ পানি, সার ও কীটনাশকের মূল্য বৃদ্ধির কারণে কৃষকদেরকে আর্থিক সহায়তা করা দরকার বলেও তাঁরা দাবি করেন। রায়পুর উপজেলা কৃষি কর্মকর্তা তহমিনা খাতুন বলেন, ‘আমন চাষ সাধারণত বৃষ্টির পানির উপর নির্ভরশীল। এবছর বৃষ্টি কম হওয়ায় পানি সংকট তৈরী হয়েছে। আমরা বিকল্প উপায়ে পানি সরবরাহ করার উদ্যোগ নিয়েছি। আশাকরি দ্রুততম সময়ে পানি সরবরাহ করা সম্ভব হবে।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com