সরকারি ২০১৯-২০ অর্থবছরে অনুদানপ্রাপ্ত সিনেমা ‘আশীর্বাদ’। প্রযোজক ও শিল্পী-পরিচালক দ্বন্দ্বের কারণে ভালোভাবে প্রচার হয়নি সিনেমাটির। তাই দেশের মাত্র আট প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘আশীবার্দ’ সিনেমা। মুক্তিযুদ্ধভিত্তিক গল্পের ‘আশীবার্দ’ সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল রোশান ও চিত্রনায়িকা মাহিয়া মাহি। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল রোশান। তার বিপরীতে আছেন মাহি।
প্রযোজক জেনিফার ফেরদৌস বলেন, প্রথম সাপ্তাহে কম সিনেমা হলে মুক্তি পেলেও সামনের সাপ্তাহে সিনেমাটির হলের সংখ্যা বাড়বে। আমারা কাল মুক্তির দিন কয়েকটা সিনেমা হলে গিয়েছিলাম। সবগুলো হাউজফুল ছিল। আশা করছি ভালো ব্যবসা করবে ‘আশীবার্দ’। রোশান-মাহি ছাড়াও এ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাহনূর, অরণ্য বিজয়, কাজী হায়াত, রেহানা জলি প্রমুখ। যেসব সিনেমা হলে চলছে ‘আশীর্বাদ’- চিত্রামহল (ঢাকা), সৈনিক ক্লাব (ক্লাব), উল্কা (জয়দেবপুর), গুলশান (নারায়নগঞ্জ), চন্দ্রিমা (শ্রীপুর), নন্দিতা (সিলেট), বুম্বাই (বগুড়া), সিনেমা প্যালেস (চট্টগ্রাম)।