শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম ::

টাঙ্গাইলে বিপুল পরিমান ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

টাঙ্গাইল প্রতিনিধি :
  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২

টাঙ্গাইলে ৫ হাজার ৯৮০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার (৩০ আগষ্ট) ভোরে টাঙ্গাইল জেলার সদর উপজেলার রাবনা বাইপাস এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলার চর রামাইনের মৃত পামছা শেখের ছেলে আ: সালাম(৩৫) অপরজন বগুড়া জেলার সোনাতলা উপজেলার শালিকা এলাকার এরশাদ মিয়ার স্ত্রী শারমিন আক্তার শিফা(৩৫)। র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার মোহাম্মদ আনিসুজ্জামান প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৫টার দিকে সদর উপজেলঅর রাবনা বাইপাস এলাকায় অভিযান চালিয়ে ৫ হাজার ৯৮০ পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২টি মোবাইল ও নগদ ২০ হাজার ২০ টাকা জব্দ করা হয়। তারা দীর্ঘদিন যাবত চট্রগ্রাম ও কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে টাঙ্গাইল জেলার ভিন্ন এলাকায় মাদক সেবীদের নিকট মাদক বিক্রয় করে আসছিল। তাদের বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com